Lionel Messi: বিরাট সম্মান! পেলে-মারাদোনার পাশে জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের `শাসক` মেসি
Lionel Messi Statue: গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে জিতেছিলেন লা ফিনালিসিমা। সোমবার অর্থাৎ ২৭ মার্চ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের জন্মভূমি আর্জেন্টিনাতে (Argentina) লিওনেল মেসি (Lionel Messi) কতবারই ফিরেছেন!তবে এবারের ফেরা একেবারে অন্যরকম। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতেছে আর্জেন্টিনা। স্বভাবতই বিশ্বজয়ী 'এল এম টেন'-এর (LM 10) মুকুটে প্রতিদিনই যোগ হচ্ছে কোনও না কোনও পালক। কয়েক দিন আগে মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (Argentina Football Federation)। আর এবার মেসির মতো মহাতারকা পেলে (Pale) ও দিয়েগো মারাদোনার (Diego Maradona) পাশে জায়গা করে নিলেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর সাফল্য ও অবদানের জন্য তাঁকে বিশেষ ভাবে সম্মানিত করল দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (South American Football Confederation)। এবার কনমেবল (CONMEBOL) তৈরি করল মেসির মর্মর মূর্তি। এই বিশেষ মূর্তি থাকবে কনমেবলের জাদুঘরে (CONMEBOL Museum)। আর্জেন্টাইন অধিনায়কের এই মূর্তি রাখা হবে পেলে ও মারাদোনার মূর্তির পাশে। শুধু কী তাই, কনমেবল-এর সভাপতি আলেজান্দ্রো দমিনগেজ (Alejandro Dominguez) মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।
গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে জিতেছিলেন লা ফিনালিসিমা। সোমবার অর্থাৎ ২৭ মার্চ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে। সেই সময় জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও বিশ্বকাপ জয়ী ফুটবলারদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়। সেই অনুষ্ঠান শেষ হতেই মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল-এর সভাপতি আলেজান্দ্রো দমিনগেজ বলেছেন, "দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার এবার থেকে লিওনেল মেসির হাতে তুলে দিলাম।"