ওয়েব ডেস্ক: দুরন্ত লিওনেল মেসি। অন্ধকার অধ্যায় কাটিয়ে চেনা ছন্দে বার্সেলোনা। শনিবার রাতে ন্যু ক্যাম্পে ক্যাটালিয়ান্স ডার্বিতে এসপ্যানিয়লকে পাঁচ-শূন্য গোলে উড়িয়ে দিয়ে মেজাজে ভালভার্ডের দল। হ্যাটট্রিক করে দলকে জেতালেন সেই এলএম টেন। নেইমার দল ছাড়ার বার্সার অন্দরে ঝড় বয়ে গিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে ছন্দে পাওয়া যায়নি মেসিকে। বার্সাতে অবশ্য ভরসা সেই বা পায়ের ম্যাজিশিয়ানই। ত্রিফলা ভাঙার পর ফর্মেশন বদল করেছেন বার্সেলোনার কোচ। নয়া ফর্মেশনেও ন্যু ক্যাম্পে ত্রাতা মেসি। প্রথমার্ধে ফুটবলের যুবরাজের জোড়া গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পিসিবি-র দেওয়া ফেয়ারওয়েল নিতে অস্বীকার করলেন প্রাক্তন অধিনায়ক ইউনিস খান


দ্বিতীয়ার্ধ জুড়েও বার্সা শো। সেই সময়ই নিজের হ্যাটট্রিকটা সম্পূর্ণ করে ফেলেন বার্সেলোনার সেরা তারকা। ক্যাটালিয়ান্স ডার্বিতে মেসির গোলের সংখ্যা দাঁড়াল আঠেরো। ডার্বির ইতিহাসে যা সর্বাধিক। শনিবার রাতে দলের চতুর্থ গোলটা জেরার্ড পিকের। এরই মধ্যে বার্সার জার্সিতে অভিষেক হল ডেম্বেলের। বিশ্বফুটবলের নয়া তারকার পাস থেকে দলের পঞ্চম গোলটা সুয়ারেজের। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।


আরও পড়ুন  রবীন্দ্র জাদেজা এখন আর টেস্টে আইসিসি-র বিচারে সেরা বোলার নন