মেসির গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
তিনবারের সাক্ষাতে অ্যাটলেটিকোর মাঠে প্রথম জয় পেল বার্সেলোনাও।
নিজস্ব প্রতিবেদন : ম্যাজিকাল মেসি! খেলার শেষ লগ্নে দুরন্ত গোল করে বার্সেলোনাকে দুরন্ত জয় এনে দিলেন এল এম টেন। মেসির গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা
অ্যাটলেটিকোর নতুন ঘরের মাঠে প্রথমবার গোল পেলেন আর্জেন্টিনিয় সুপারস্টার। শুধু তাই নয় তিনবারের সাক্ষাতে অ্যাটলেটিকোর মাঠে প্রথম জয় পেল বার্সেলোনাও। টান টান উত্তেজনার ম্যাচে দুই দলেরই একটা করে শট পোস্টে লেগে ফেরে। দুটো নিশ্চিত গোল বাঁচান বার্সা গোলকিপার টের স্টেগান। দ্বিতীয়ার্ধে মোরাতাকে কড়া ট্যাকল করেও দ্বিতীয় হলুদ কার্ড দেখা থেকে বাঁচেন পিকে।
আরও পড়ুন- ব্যালন ডি'ওর পাচ্ছেন মেসিই? নেটদুনিয়ায় ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
শেষপর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেন সেই মেসিই। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ট্রেডমার্ক শটে গোল করে যান মেসি। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে লা লিগায় এক নম্বরে বার্সা।