ওয়েব ডেস্ক: নবম আইপিএলে এখনও পর্যন্ত মোট ৩০ টা ম্যাচ হয়েছে। আর তাতেই চোটের বন্যা বয়ে গিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোতে। একের পর এক বিদেশি ক্রিকেটার চোট পেয়ে আইপিএলের বাইরে চলে গিয়েছেন এবারের মতো। এঁদের মধ্যে অস্ট্রেলিয়র সংখ্যাই বেশি। এবং এখনও পর্যন্ত আইপিএল চোট পাওয়া ক্রিকেটারের সংখ্যাটা ১১!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তার মানে কী দাঁড়ালো! আইপিএলে চোট পাওয়া ক্রিকেটারদের নিয়েও একটা একাদশ গড়ে ফেলা যাবে। এক ঝলকে দেখে নিন কোন দলের কে কে এবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন -


১) স্টিভেন স্মিথ - (রাইজিং পুনে সুপার জায়ান্টস)


২) শন মার্শ - (কিংস ইলেভেন পাঞ্জাব)


৩) মিচেল মার্শ - (রাইজিং পুনে সুপার জায়ান্টস)


৪) ফ্যাফ ডুপ্লেসি - (রাইজিং পুনে সুপার জায়ান্টস)


৫) কেভিন পিটারসেন - (রাইজিং পুনে সুপার জায়ান্টস)


৬) লসিথ মালিঙ্গা - (মুম্বই ইন্ডিয়ান্স)


৭) লেন্ডল সিমন্স - (মুম্বই ইন্ডিয়ান্স)


৮) মিচেল স্টার্ক - (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)


৯) স্যামুয়েল বদ্রী - (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)


১০) জন হেস্টিংস - (কলকাতা নাইট রাইডার্স)


১১) জোয়েল প্যারিস - (দিল্লি ডেয়ার ডেভিলস)