ওয়েব ডেস্ক: আইপিএল মানেই চার- ছক্কার বন্যা। জোরে জোরে মার। আর সব বল বাউন্ডারির বাইরে। প্রায় রোজ নতুন নতুন রেকর্ড। যে যত কম বলে পারছেন সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করছেন। কিন্তু আইপিএলে বোলাররাও খারাপ পারফর্ম করেন না একেবারেই। আজ পর্যন্ত আইপিএলে মোট ১৩টি হ্যাটট্রিক হয়েছে। দেখে নিন, কত সালে কে কে হ্যাটট্রিক করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) লক্ষ্মীপতি বালাজি (সিএসকে) - বিপক্ষে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, ২০০৮ সালে।


২) অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস) - বিপক্ষে ছিল ডেকান চার্জার্স, ২০০৮ সালে।


৩) মাখায়া এনতিনি (সিএসকে) - বিপক্ষে ছিল কেকেআর, সাল ২০০৮।


৪) যুবরাজ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব) - বিপক্ষে ছিল আরসিবি, সাল ২০০৯।


৫) রোহিত শর্মা (ডেকান চার্জার্স) - বিপক্ষে ছিল মুম্বই ইন্ডিয়ান্স, সাল ২০০৯।


৬) যুবরাজ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব) - বিপক্ষে ছিল ডেকান, সাল ২০০৯।


৭) প্রবীন কুমার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - বিপক্ষে ছিল রাজস্থান রয়্যালস, সাল ২০১০।


৮) অমিত মিশ্র (ডেকান চার্জার্স) - বিপক্ষে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, সাল ২০১১।


৯) অজিত চান্ডিলা (রাজস্থান রয়্যালস) - বিপক্ষে ছিল পুনে ওয়ারিয়র্স, সাল ২০১২।


১০) সুনীল নারিন (কেকেআর) - বিপক্ষে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, সাল ২০১৩।


১১) অমিত মিশ্র (সানরাইজার্স হায়দরাবাদ) - বিপক্ষে ছিল পুনে ওয়ারিয়র্স, সাল ২০১৩।


১২) প্রবীন তাম্বে (রাজস্থান রয়্যালস) - বিপক্ষে ছিল কেকেআর, সাল ২০১৪।


১৩) শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস) - বিপক্ষে ছিল সানরাইজার্স হায়দরাবাদ, সাল ২০১৪।