অস্ট্রেলিয়া- ৫১৭/৭ (ডি:), ২৯০/৫ (৫৭.৪ ওভার)
ভারত-৪৪৪।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলার চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৩৬৩ রান, হাতে ৫ উইকেট।


ওয়েব ডেস্ক: অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শেষে ঠিক হয়ে গেল শেষ দিনে কোহলি, পূজারাদের লড়াই শুধুই ম্যাচ বাঁচানোর। ৪৪৪ রানে অলআউট হওয়া পর বোঝা যাচ্ছিল, বড় অঘটন না ঘটলে দ্রুত রান তুলে  ম্যাচের শেষ দিনে জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন ক্লার্করা। সেটাই হল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ডেভিড ওয়ার্নারের শতরানে অস্ট্রেলিয়া বেশ ভাল জায়গায়। অপ্রতিরোধ্য ওয়ার্নার দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলিংকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার লিড ৩৬৩ রান। আগামীকাল, ম্যাচের শেষদিনে ভারতকে খেলতে হবে ৯৮ ওভার। 


এক ক্যালেন্ডার বছরে ৬টা শতরান হয়ে গেল এই বিস্ফোরক অসি ওপেনারের। যদি আজকে ওয়ার্নারের শতরানটা ধীরগতিরই বাল চলে। ১০২ রান করেন ওয়ার্নার। স্মিথ ৫২ রানে অপরাজিত।  এদিকে, গত তিন দিন ধরে হিউজের মৃত্যুশোকে যে সৌহার্দের পরিবেশ তৈরি হয়েছিল দু দলের মধ্যে আজ সেটাও উধাও। গতকাল বাউন্সার হেলমেটে লাগার পর সব অসি ক্রিকেটার ছুটে এসে কোহলির খবর নিয়েছিলেন। তখন মনে হচ্ছিল হিউজ শোকে মাঠে অসি আগ্রাসন এ বার হয়ত দেখা যাবে না। কিন্তু অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনেই পরিষ্কার হয়ে গেল বিখ্যাত (মানে কুখ্যাত) সেই অসি আগ্রাসনও এই সিরিজেও জমিয়ে চলবে। বরুন অ্যারোনের নো বলে বোল্ড হওয়ার পর ওয়াটসনের সঙ্গে ঝামেলা শুরু হয়, তারপর মাঝে মাঝেই বিবাদে জড়িয়ে পড়েন কখনও ওয়াটসন-ধাওয়ান, কখনও কোহলি-স্মিথ।   


এর আগে ৪৪৪ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়। রোহিত শর্মা (৪৩) আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হন। ঋদ্ধিমান সাহা (২৪) আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার। তবে সামির ৩৪ রানের ইনিংসের কারণে অস্ট্রেলিয়ার লিড দুই অঙ্কের মধ্যেই সীমিত থাকল। ৫ উইকেট নিলেন স্পিনার ন্যাথন লিঁয়। ঘরের মাঠে ভারতীয়দের বিরুদ্ধে একবারও পাঁচ উইকেট নিতে পারেননি শেন ওয়ার্নও। সেখানে লিঁয় ভারতীয়দের নাকানিচোবানি খাওয়ালেন।