ICC T20 World Cup 2022, India vs South Africa: বিরাট-রোহিতদের জঘন্য ফিল্ডিং, ৫৬ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয় এনে দিলেন `কিলার মিলার`
Live Cricket Score Updates: জোড়া জয়ের পর এবার রোহিত শর্মার টিম ইন্ডিয়ার লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া। সেই টার্গেট নিয়েই বাইশ গজের যুদ্ধে ভারতীয় দল। যদিও দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের সামনে ৯ উইকেটে মাত্র ১৩৩ রানে আটকে গেল ভারত।
দুরন্ত ডেভিড মিলার।
৪৬ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয় এনে দিলেন 'কিলার মিলার'।
৪ বলে ৫ রান বাকি।
তৃতীয় বলে ভুবির বলকে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন মিলার। শর্ট বল করেই দলের হার নিশ্চিত করলেন ভারতের জোরে বোলার।
শেষ ওভারে বল করতে এলেন ভুবি।
প্রথম বল 'ডট'। দ্বিতীয় বলে এল এক রান।
৫ উইকেটে ১২৮ রান। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ৬ বলে ৬ রান।
কে জিতবে এই বাজি?
১৯তম ওভার করতে এলেন শামি। দিলেন ছয় রান।
প্রথম বলে চার মারলেন মিলার। দ্বিতীয় বল 'ডট'। তৃতীয় বল ফের 'ডট'। চতুর্থ বলে এক রান নিলেন মিলার। পঞ্চম বলে এল এক রান। শেষ বল আবার 'ডট'।
৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রচুর রান বিলিয়ে অবশেষে উইকেট পেলেন অশ্বিন।
১৬ ওভারে ৪ উইকেটে ১০৯ রান।
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ১৮ বলে ২৫ রান। মিলার ৩২ রানে ক্রিজে আছেন।
১৬ ওভারে ৪ উইকেটে ১০২ রান।
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ২৪ বলে ৩২।
হার্দিকের বলে ৪১ বলে ৫২ রানে ফিরলেন মার্করাম।
১০০ রানে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৫ বলে দরকার ৩৩ রান।
মার্করামের দুরন্ত অর্ধ শতরান।
১৫ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৯৫ রান তুলে নিল। জয়ের জন্য দরকার ৩০ বলে ৩৯ রান।
১৪তম ওভারে ১৭ রান দিলেন অশ্বিন।
ডেভিড মিলার এবার হাত খুলে মারতে শুরু করে দিলেন। ১৪ ওভারে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ৮৫।
এবার রান আউট করার সুযোগ হারালেন রোহিত শর্মা।
১৩ ওভারে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ৬৮।
খেলায় ফিরছে দক্ষিণ আফ্রিকা
১২ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলে দিলেন মার্করাম ও মিলার।
বিরাট কোহলি ক্যাচ ফেলে দিলেন!
আইডেন মার্করামের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন বিরাট! অশ্বিনের সঙ্গে টিম ইন্ডিয়ার বাকিরাও অবাক!
হার্দিককে টার্গেট করলেন আইডেন মার্করাম ও ডেভিড মিলার।
১১ ওভারে ৩ উইকেটে ৫৬ রান উঠে গেল। এই ওভারে হার্দিক ১৬ রান দিলেন।
১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৪০।
রবিচন্দ্রন অশ্বিন নিজের প্রথম ওভারে ৫ রান দিলেন।
সেয়ানে সেয়ানে টক্কর চলছে।
৯ ওভারে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার রান ৩৫। ভারতের জয়ের জন্য দরকার ৭ উইকেট। প্রোটিয়াসদের প্রয়োজন ৬৬ বলে ৯৯ রান।
বরাত জোরে বাঁচলেন ডেভিড মিলার।
শামির বল প্যাডে লাগতেই ডিআরএস-এর আবেদন করেন রোহিত শর্মা। যদিও রিপ্লে-তে দেখা যায় যে ব্যাটের কানায় লেগে বল প্যাডে ধাক্কা দিয়েছে।
ব্যাটে ব্যর্থ হলেও, বোলিং করে পাওয়ার প্লে-তে নাম লেখাল ভারত।
৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
অর্শদীপের পর এবার মহম্মদ শামির পেসে বেসামাল দক্ষিণ আফ্রিকা।
শামিকে স্কুপ মারতে গিয়ে ব্যর্থ তেম্বা বাভুমা। লেগ স্টাম্পের দিকে শরীর ছুড়ে দারুণ ক্যাচ নিলেন 'ডিকে। ২৪ রানে ৩ উইকেট চলে গেল।
ভারতের দুরন্ত বোলিংয়ের পরেও লড়ছে দক্ষিণ আফ্রিকা।
৫ ওভারে প্রোটিয়াসদের রান ২ উইকেটে ২১।
৪ ওভারে ২ উইকেটে ১৩ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
নতুন বল ও পিচের বাউন্সকে কাজে লাগাচ্ছেন ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।
pic.twitter.com/uqkW061P9N
এবার রুসো আউট।
দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট রুসো। রোহিত ডিআরএস নিতেই লেগ বিফোর হয়ে ফিরলেন গত ম্যাচে শতরানকারী রুসো। ৩ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমেই ধাক্কা।
কুইন্টন ডি কক ফিরলেন। অর্শদীপ সিংয়ের বাইরে যাওয়া ডেলিভারিকে ড্রাইভ করতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে গেল কেএল রাহুলের হাতে। ৩ রানে ১ উইকেট হারাল প্রোটিয়াসরা।
ব্যাটিং বিপর্যয়ের পরেও সূর্যের একক লড়াই।
৯ উইকেটে ১৩৩ রানে থামল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার টার্গেট ১৩৪ রান।
সূর্য আউট! পার্নেল নিলেন উইকেট।
৩৯ বলে ৬৮ রানে আউট হলেন 'স্কাই'। ১২৭ রানে ৮ উইকেট হারাল ভারত।
সপ্তম উইকেটের পতন।
রাবাদার বলে আউট হয়ে ফিরলেন অশ্বিন। ১২৪ রানে ৭ উইকেট হারাল ভারত।
১৮ ওভারে ভারতের রান ৬ উইকেটে ১২৪।
৩৮ বলে ৬৬ রানে অপরাজিত থেকে লড়ছেন সূর্য।
কেশব মহারাজকে টার্গেট করলেন সূর্য।
দুটি চারের সাহায্যে ১৭ ওভারে ৬ উইকেটে ১১৫ রানে ৬ উইকেট তুলে নিল ভারত। ৩৬ বলে ৬১ রানে অপরাজিত রয়েছেন সূর্য।
১৬ ওভারে ৬ উইকেটে ১০৫।
বড় শট মারার লক্ষ্যে ব্যাট করছেন সূর্য।
দীনেশ কার্তিক আউট।
বল হাতে নিয়েই কার্তিককে ফেরালেন ওয়েন পার্নেল। ১০১ রানে ৬ উইকেট হারাল ভারত।
সূর্যের দুরন্ত ১১তম অর্ধ শতরান।
১৫ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১০০ রান।
১৩ ওভারে ভারতের রান ৫ উইকেটে ৮৪ রান।
সূর্য ও কার্তিকের ব্যাটের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া।
ধুঁকছে টিম ইন্ডিয়া।
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান তুললো ভারত।
হার্দিক পান্ডিয়া আউট। ৪৯ রানে ৫ উইকেট হারাল ভারত।
লঙ্গি এনগিডির বলে ডিপ ফাইন লেগে অসাধারণ ক্যাচ নিলেন কাগিসো রাবাদা।
দীপক হুডা আউট।
এবার ভারতের সাজঘর কাঁপিয়ে দিলেন আনরিখ নখিয়া। ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত।
সবচেয়ে বড় ধাক্কা। বিরাট কোহলি আউট।
ভারতের টপ অর্ডারকে একাই বুঝে নিলেন লুঙ্গি এনগিডি। ৪১ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
পাওয়ার প্লে-তে ব্যাকফুটে টিম ইন্ডিয়া।
ছয় ওভারে ভারত ২ উইকেটে মাত্র ৩৩ রান তুলতে পেরেছে।
পঞম ওভারে ভারতকে বড় ধাক্কা দিলেন লুঙ্গি এনগিডি।
দ্বিতীয় বলে রোহিতকে আউট করার পর ওভারের শেষ বলে ফিরলেন কেএল রাহুল। ২৬ রানে ২ উইকেট হারাল ভারত।
চতুর্থ ওভারে এল ৭ রান।
চার ওভারের শেষে ভারতের রান ২১। রোহিত ১৫ ও রাহুল ৮ রানে ক্রিজে রয়েছেন।
খোলস ছাড়লেন কেএল রাহুল।
তিন ওভারের শেষে ভারতের রান ১৪। রোহিত ৭ ও রাহুল ৭ রানে ক্রিজে রয়েছেন।
খাতা খুললেন রোহিত।
রাবাদার প্রথম তিন বল 'ডট' খেলার পর চতুর্থ বলে ছক্কা মারলেন রোহিত। ২ ওভারে ৬ রান ভারতের।
প্রথম ওভার মেডেন!
ওয়েন পার্নেলের প্রথম ওভারে রান করতে পারলেন না কেএল রাহুল।
লক্ষ্য বড় রান।
ক্রিজে নেমে পড়লেন রোহিত-কে এল রাহুল।
ভারতীয় দলে একটি মাত্র বদল
অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে এলেন দীপক হুডা।
টসের জন্য মাঠে দুই অধিনায়ক
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে নামার আগেই ভারতীয় দল প্রোটিয়াসদের নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তাই সেই আত্মবিশ্বাসটা কিন্তু থাকবেই। ম্যাচে নজরে মূলত দুই তারকা, কেএল রাহুল ও রাইলি রুসো। রাহুল বিশ্বকাপে এখনও পারফর্ম করতে সম্পূর্ন ব্যর্থ। অপরদিকে, রুসো ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর থাকবে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
দরকার আর ২৮ রান। তা হলেই আরও একটি বিশ্ব রেকর্ড গড়বেন বিরাট কোহলি।
পারথে বিরাটের ব্যাট থেকে ২৮ রান আসলেই, তিনি করে ফেলবেন বিশ্বরেকর্ড। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে সর্বাধিক রানশিকারি ব্যাটারের তকমা জুটবে 'কিং কোহলি'র। কোহলি টপকে যাবেন শ্রীলঙ্কার মহারথী মাহেলা জয়বর্ধনেকে। মাহেলা কুড়ি ওভারের বিশ্বকাপে দেশের জার্সিতে ৩১ ম্য়াচ খেলে করেছেন ১০১৬ রান। কোহলি ২৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ৯৮৯ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেই কোহলি ছাপিয়ে গিয়েছিলেন টি-২০ ক্রিকেটের সম্রাট ক্রিস গেইলকে। এবার কোহলির সামনে শুধুই মাহেলা।
দুই দলের হেড টু হেডের রেকর্ড।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯ বার। বৃষ্টির জন্য একটি ম্যাচ ভেস্তে যায়। শেষ তিনটিতে ভারত জিতেছে দুটি ম্যাচ।