ICC T20 World Cup, India vs Netherlands Super 12 match: দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স, পাকিস্তানের পর এবার ডাচদের বধ করল রোহিতের টিম ইন্ডিয়া

Sabyasachi Bagchi Thu, 27 Oct 2022-4:18 pm,

বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এ বার সিডনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭৯ রান তুলে নিল ভারতীয় দল। রোহিত শর্মা অর্ধ শতরান করে আউট হওয়ার পর বাকিটা সময় ক্রিজে রাজত্ব করলেন বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব। দুজনেই অপরাজিত অর্ধ শতরানের ইনিংস খেলেছেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও অঘটন নয়। নেদারল্যান্ডসের (Nethalands) বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দেই দেখা গেল টিম ইন্ডিয়াকে (Team India)। বি গ্রুপের তথাকথিত সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে হাসতে-হাসতেই জিতল রোহিত শর্মার দল (Rohit Sharma)। ৫৬ রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও দখলে চলে এল ভারতীয় ক্রিকেট দলের। সিডনির বাইশ গজে ব্যাটারদের পর দাপট দেখাল বোলাররা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাধ্য মতো লড়াই করল স্কট এডওয়ার্ডসের (Scott Edwards) দল। সেই সাধ্যে অবশ্য তাঁদের ভারতকে হারানোর সাধ পূর্ণ হল না। ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউড (১০ বলে ১৬), বাস ডি লিড (২৩ বলে ১৬), কলিন অ্যাকারম্যানরা (২১ বলে ১৭) লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। অক্ষর প্যাটেল (Axar Patel), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) স্পিন পড়তে না পেরেই উইকেট দিলেন নেদারল্যান্ডসের অধিকাংশ ব্যাটার। স্কট এডওয়ার্ডসও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারলেন না ভারতীয় শিবিরে। তিনি করলেন ৫ রান। যদিও টিম প্রিঙ্গল আগ্রাসী মেজাজে ১৫ বলে ২০ রান করলেন একটি চার এবং একটি ছয়ের সাহায্যে। ভুবনেশ্বর কুমার (৯/২), অক্ষর প্যাটেল (১৮/২), রবিচন্দ্রন অশ্বিন (২১/২) ও অর্শদীপ সিং (৩৭/২) জোড়া উইকেট নিলেন। তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও কোনও পরীক্ষা নিরীক্ষার পথে যায়নি ভারতীয় দল। পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি রাহুল দ্রাবিড়রা। ভারতের পরের ম্যাচ ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


 


লিগ টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া। 


জোড়া জয় পেয়ে এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে 'বি'-গ্রপের শীর্ষে ভারতীয় দল। 



 


৯ উইকেটে ১২৩ রানে আটকে গেল নেদারল্যান্ডস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাটারদের পর বোলারদের দুরন্ত পারফরম্যান্স। ৫৬ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। 


 


ভারতের জয় সময়ের অপেক্ষা। 


১০২ রানে ৯ উইকেট হারাল নেদারল্যান্ডস। 


 


মেলে ধরলেন পাক ম্যাচের অন্যতম নায়ক অর্শদীপ সিং। 


১০১ রানে ৮ উইকেট হারাল নেদারল্যান্ডস। 


 


অক্ষর-অশ্বিনের পর এবার জোড়া সাফল্য পেলেন ভুবনেশ্বর কুমার। 


৮৯ রানে ৭ উইকেট হারাল নেদারল্যান্ডস। 


 


খাতা খুললেন মহম্মদ শামি। 


৮৭ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে নেদারল্যান্ডস। 


 


এবার জোড়া ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন।  


১৩তম ওভারে অ্যাকারম্যান ও টম কুপারকে আউট করলেন অশ্বিন। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে নেদারল্যান্ডস। 



কোণঠাসা নেদারল্যান্ডস। 


১১ ওভারের শেষে ডাচদের রান ৩ উইকেটে ৫৬। 


 


ফের একবার অক্ষরের ম্যাজিক 


বাস ডি'লিড ১৬ রানে ফিরলেন। তাঁর লোপ্পা ক্যাচ ধরলেন হার্দিক। ৪৭ রানে ৩ উইকেট হারাল নেদারল্যান্ডস। 



 


বোলিংয়ে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। 


আট ওভারের শেষে নেদারল্যান্ডস ২ উইকেটে ৪১ রান তুলেছে ডাচরা। 


 


পাওয়ার প্লের খেলা শেষ


পাওয়ার প্লে-র ৬ ওভারে নেদারল্যান্ডসের স্কোর ২ উইকেটে ২৭ রান। ষষ্ঠ ওভারে শামি ৫ রান খরচ করেন। ডি'লিড ৭ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন অ্যাকারম্যান।



জোড়া ধাক্কা খেল ডাচরা। 


মারমুখী মেজাজে ব্যাট করা ম্য়াক্স ও'দাউদকে বোল্ড করেন দিলেন অক্ষর প্যাটেল। ২০ রানে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস।


 


২.২ ওভারে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন ভুবনেশ্বর কুমার।


বিক্রমজিৎ সিংয়ের স্টাম্প উড়িয়ে দিলেন ভুবি। নেদারল্যান্ডস ১১ রানে ১ উইকেট। 



 


অর্শদীপের ওভারে জোড়া বাউন্ডারি


দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তাঁর ওভারে ২টি চার মারেন ম্য়াক্স ও'দাউদ। ওভারে মোট ১১ রান ওঠে। ৯ রান করেছেন ম্যাক্স।


 


রান তাড়া শুরু নেদারল্যান্ডসের


নেদারল্যান্ডসের হয়ে ওপেন করতে নামেন ম্যাক্স ও'দাউদ ও বিক্রমজিৎ সিং। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে কোনও রান ওঠেনি।


 


নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটার রোহিতের দিকে এই ম্যাচে বিশেষ নজর ছিল। তিনি হতাশ করেননি। অর্ধশতরানের একটি ইনিংস খেললেন 'হিটম্যান'। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্মরণীয় অর্ধশতরানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ৪৪ বলে ৬২ রানে অপ্রাজিত থাকেন বিরাট। মারলেন ৩টি চার ও ২টি ছয়। ডাচ বোলাররা শুরুর দিকে ভালো বোলিং করে ভারতীয় ব্য়াটারদের বেঁধে রাখতে সক্ষম হলেও শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলল ভারত। সূর্যের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৮ বলে ৯৫ রান যোগ করলেন বিরাট। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন স্কাই। তাঁর ব্যাট থেকে এল ৭টি চার ও ১টি ছক্কা। 



২০ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৭৯। 


কোহলি ৪৪ বলে ৬২ ও সূর্য ২৫ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। 



 


১৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৬২। 


কোহলি ৪১ বলে ৫৪ ও সূর্য ২২ বলে ৪২ রানে ক্রিজে রয়েছেন। 



১৮ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৫৪। 


কোহলি ৫৩ ও সূর্য ৩৫ রানে ক্রিজে রয়েছেন। 


 


১৭ ওভারে ভারতের রান ২ উইকেটে ১৪৪। 


কোহলি ৫১ ও সূর্য ২৭ রানে ক্রিজে রয়েছেন। 


 


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫তম অর্ধ শতরান সেরে নিলেন বিরাট কোহলি। 


পাকিস্তানের পর এবার ডাচদেরও বুঝে নিচ্ছেন বিরাট, বড় রানের পথে ভারত। 



 


১৬তম ওভারে এল ১৪ রান। ভারত ২ উইকেটে ১২৮ রান তুলে নিল। 


কোহলি ৩৭ ও সূর্য ২৬ রানে ক্রিজে রয়েছেন। 


 


১৫ ওভারে ভারতের রান ২ উইকেটে ১১৪। 


কোহলি ৩২ ও সূর্য ১৭ রানে ক্রিজে রয়েছেন। 


 


শতরান পূর্ণ করল টিম ইন্ডিয়া 


১৪ ওভারে ভারতের রান ২ উইকেটে ১০৬। কোহলি ২৯ ও সূর্য ১২ রানে ক্রিজে রয়েছেন। 


 


১৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ৯৬। 


কোহলি ২৮ ও সূর্য ৩ রানে ক্রিজে রয়েছেন। 


 


বড় ধাক্কা। রোহিত আউট। 


৩৯ বলে ৫৩ রান করে আউট টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১২ ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৪। 


 


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতের ২৯তম অর্ধ শতরান। 


ভারত ১১ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭৮। রোহিত ৫২ ও কোহলি ১৫ রানে ক্রিজে রয়েছেন। 



১০ ওভারে ভারতের রান ১ উইকেটে ৬৭। 


রোহিত ৪২ ও কোহলি ১৪ রানে ক্রিজে রয়েছেন। 



 


নয় ওভারে ভারতের রান ১ উইকেটে ৫৩। 


রোহিত ৩০ ও কোহলি ১৩ রানে ক্রিজে রয়েছেন। 


 


আট ওভারে ভারতের রান ১ উইকেটে ৪৮। 


রোহিত ২৮ ও কোহলি ১০ রানে ক্রিজে রয়েছেন। 


 


সাত ওভারে ভারতের রান ১ উইকেটে ৩৮। 


রোহিত ২০ ও কোহলি ৮ রানে ক্রিজে রয়েছেন। 


 


বাঁচলেন রোহিত


পঞ্চম ওভারের শেষ বলে ফ্রেড ক্লাসেনের শর্ট বলকে পুল করতে গেলে মিস হিট হয়। প্রিঙ্গেল সহজ ক্যাচ ফেলে দিলেন। পাঁচ ওভারে ভারতের রান ১ উইকেটে ২৮। 


 


চার ওভারে ভারতের রান ১ উইকেটে ২৩। 


রোহিত ১১ ও কোহলি ২ রানে ক্রিজে রয়েছেন। 


 


তিন ওভারে ভারতের রান ১ উইকেটে ১৮। 


কেএল রাহুল আউট হলেও, আগ্রাসী মেজাজে ব্যাট করছেন রোহিত। 



 


প্রথম ধাক্কা খেল টিম ইন্ডিয়া 


পল ভানের ভিতরে আসা বলকে লাইন মিস করলে লেগ বিফোর আউট হলেন কেএল রাহুল। ১১ রানে প্রথম উইকেট হারাল ভারত। 



দুই ওভারে ভারতের রান ১১। 


কেএল রাহুল ৯ ও রোহিত ১ রানে ক্রিজে আছেন। 


 


প্রথম ওভারের শেষে ভারতের রান সাত 


কেএল রাহুল ৬ রান করলেও, রোহিত এখনও খাতা খোলেননি। 


 


ক্রিজে নামলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার। 


পাকিস্তানের বিরুদ্ধে দু'জন বড় রান তুলতে পারেননি। দুর্বল ডাচদের বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া রোহিত শর্মা ও কেএল রাহুল। 


 


নেদারল্যান্ডসের প্রথম একাদশে কোনও বদল নেই। 


বাংলাদেশের বিরুদ্ধে খেলা দলকেই মাঠে নামালেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। 



পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ধরে রাখলেন রোহিত।


ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।


 


টসে জিতল টিম ইন্ডিয়া। 


লক্ষ্য বড় রান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 



 


খেলা দেরীতে শুরু হবে। 


দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ চলার জন্য ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেরীতে শুরু হবে। 


 


ম্যাচের আগে বৃষ্টির আশঙ্কা! 


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির প্রভাব ফেলার কথা নয়। আকাশ শুরুর দিকে কিছুটা মেঘাচ্ছন থাকলেও, পরের দিকে তা সরে পরিস্কার আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়কালে তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি থেকে সর্বনিম্ন ১৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। 


 


কোহলির সামনে 'বিরাট' রেকর্ডের হাতছানি 


টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান করার নজির গড়তে পারেন বিরাট কোহলি। তার জন্য বিরাটের দরকার ৭৩ রান। 'কিং কোহলি' এখনও পর্যন্ত ২২ ম্যাচে ৯২৭ রান করেছেন। আপাতত এই রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা মাহেলা জয়াবর্ধনের নামে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩১টি ইনিংসে ১০১৬ রান সংগ্রহ করেছেন। দ্বিতীয়স্থানে রয়ছেন ক্রিস গেইল। 'ইউনিভার্স বস' করেছিলেন ৩৩ ম্যাচে ৯৬৫ রান। 



 


বড় রানের হাতছানি


সিডনির পিচে রানের হদিশ রয়েছে। তবে পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। তাই ভারত শুরুতে ব্যাট করলে বড় রানের ইনিংস গড়তে পারে।


 


রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। 


পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলের উত্তেজক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই শুরুতে বড় ম্যাচ জেতায় আত্মবিশ্বাসে ফুটছে রোহিত শর্মার দল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করতে মরিয়া রোহিতরা।

Latest Updates

    ZEENEWS TRENDING STORIES

    By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link