IND vs PAK, ICC T20 World Cup 2022: বিরাটের ব্যাটে পাক বধ করে রুদ্ধশ্বাস জয় পেল টিম ইন্ডিয়া
টস জিতল ভারত। মেলবোর্নের মেঘলা আকাশের ফায়দা তুলতে পাকিস্তানকে আগাগোড়া চাপে রাখল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। অর্শদীপ সিংয়ের পর পাক দলের মিডল অর্ডারে ভাঙন ধরালেন হার্দিক পান্ডিয়া। এরপর ব্যাট হাতে লড়লেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শেষ ৫ বলে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ভারতের। নওয়াজের দ্বিতীয় বলে ১ রান নেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে ২ রান নেন কোহলি। তার পরেই নো-বলে ছক্কা হাঁকান কোহলি। পরে একটি ওয়াইড বল করেন নওয়াজ। চতুর্থ বলে কোহলি বোল্ড হন বটে, তবে ফ্রি-হিট থাকায় তিনি আউট হননি। বল স্টাম্পে লেগে উইকেটকিপারের পিছনে চলে যায়। কোহলি ও কার্তিক দৌড়ে ৩ রান সংগ্রহ করেন সেই বলে। জয়ের জন্য শেষ ২ বলে ২ রান দরকার ছিল ভারতের। পঞ্চম বলে স্টাম্প-আউট হন কার্তিক। তিনি ২ বলে ১ রান করেন। ব্যাট করতে নামেন অশ্বিন। শেষ বলে ভারতের দরকার ছিল ২ রান। নওয়াজ ওয়াইড করতেই স্কোল লেভেল হয়ে যায়। শেষ বলে জিততে ১ রান দরকার ছিল ভারতের। শেষ বলে চার মেরে ভারতকে ম্য়াচ জেতান অশ্বিন।
শেষ বলে ব্যাট চালিয়ে ভারতকে জয় এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
৬ উইকেটে ১৬০ রান তুলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
পঞম বলে স্টাম্প আউট হলেন দীনেশ কার্তিক।
উত্তেজনা তুঙ্গে। ভারতের জয়ের জন্য ১ বলে ২ রান দরকার।
নো বলে নওয়াজকে ছক্কা মেরে দিলেন বিরাট কোহলি।
ভারতের জয়ের জন্য দরকার ৩ বলে ৫ রান।
শেষ ওভারের প্রথম বলেই হার্দিককে আউট করলেন মহম্মদ নওয়াজ।
১৪৪ রানে ৫ উইকেট হারাল ভারত। জয়ের জন্য দরকার ৫ বলে ১৬ রান।
১৯তম ওভারে ১৫ রান দিলেন হ্যারিস রাউফ
ভারতের জয়ের জন্য দরকার ৬ বলে ১৬ রান। বিরাট ৫০ বলে ৭৪ ও হার্দিক ৩৬ বলে ৪০ রানে ক্রিজে রয়েছেন।
১৮তম ওভারে ১৭ রান দিলেন শাহিন আফ্রিদি
ভারতের জয়ের জন্য দরকার ১২ বলে ৩১ রান। বিরাট ৫৭ ও হার্দিক ৪১ রানে ক্রিজে রয়েছেন।
চাপের মুখে অসাধারণ ইনিংস
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪তম অর্ধ শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।
১৭তম ওভারে মাত্র ৬ রান দিলেন নাসিম শাহ
ভারতের জয়ের জন্য দরকার ১৮ বলে ৪৮ রান। বিরাট ৪৬ ও হার্দিক ৩৭ রানে ক্রিজে রয়েছেন।
১৫ ওভারের শেষে ভারত ৪ উইকেটে ১০০ রান স্করবোর্ডে তুলল
বিরাট ৪২ ও হার্দিক ৩২ রানে ক্রিজে রয়েছেন।
পঞ্চম উইকেটে ৫০ রান যোগ করলেন বিরাট ও হার্দিক।
১৩ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ৮৩ রান। বিরাট ২৮ ও হার্দিক ২৯ রানে ক্রিজে রয়েছেন।
আগ্রাসী মেজাজে ব্যাট করছেন বিরাট ও হার্দিক
লক্ষ্য অনেক বড়। এবার হাত খুলে মারতে শুরু করেছেন বিরাট ও হার্দিক। ১২ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ৭৪ রান।
ধুঁকছে টিম ইন্ডিয়া
বিরাট ও হার্দিক ক্রিজে থাকলেও ১০ ওভারের শেষে ভারতের রান মাত্র ৪৫ রান। চলে গেল ৪ উইকেট।
এবার রান আউট হলেন অক্ষর প্যাটেল
মাত্র ৩১ রানে ৪ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৭ ওভারে ভারতের রান ৩৩।
সূর্য কুমার যাদব আউট
৫.৩ ওভারে হ্যারিস রাউফের বলের লাফিয়ে ওঠা ডেলিভারিতে আউট হলেন 'স্কাই'। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত।
ক্রিজে লড়ছেন বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব
মর্যাদার ম্যাচে ভারতের মান এখন 'কিং কোহলি'-র ব্যাটের উপর নির্ভর করছে।
এবার জোড়া ধাক্কা। কেএল রাহুলের পর ফিরলেন রোহিত শর্মা
হ্যারিস রাউফের বলে খোঁচা দিতেই দ্বিতীয় স্লিপে থাকা ইফতিকার আহমেদকে ক্যাচ দিলেন রোহিত। ১০ রানে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
শুরুতেই ধাক্কা খেল ভারত
১.৫ ওভারে নাসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেএল রাহুল। ২ ওভারের শেষে ভারতের রান ৭। চলে গেল ১ উইকেট।
এক ওভারের শেষে ভারতের রান ৫ রান।
জয়ের জন্য দরকার ১১৪ বলে ১৫৫ রান।
টার্গেট ১৬০ রান। ক্রিজে নেমে পড়লেন রোহিত-কেএল রাহুল
২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তুলল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চিরপ্তিদ্বন্দীর বিরুদ্ধে জিততে ভারতের টার্গেট ১৬০ রান।
১৯.১ ওভারে শাহিন শাহ আফ্রিদিকে আউট করলেন ভুবি
১৫১ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।
হাফ-সেঞ্চুরি শান মাসুদের
৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শান মসুদ।
নিজের শেষ ওভারে ১৪ রান দিলেন অর্শদীপ।
১৯ ওভারে পাকিস্তান ৭ উইকেটে ১৪৯ রান তুলেছে। ৩২ রানে ৩ উইকেট নিলেন পঞ্জাব তনয়।
একাই লড়ছেন শান মাসুদ
১৮ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান তুলে নিল পাক দল।
বোলিং কোটা শেষ শামির
চার ওভারের বোলিং কোটা শেষ করেন মহম্মদ শামি। তিনি ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩৫ রান। শান মাসুদ ৪৯ রানে ব্যাট করছেন।
সপ্তম উইকেটের পতন
আসিফ আলিকে ফেরালেন অর্শদীপ। নিলেন ৩ উইকেট। ১২০ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাক দল।
তিন উইকেট নিয়ে চমক দিলেন হার্দিক পান্ডিয়া
মাত্র দুই ওভারে হাত ঘুরিয়ে পাক দলের মিডল অর্ডার ভেঙে দিলেন হার্দিক। এবার ফিরলেন মহম্মদ নওয়াজ। ১১৫ রানে ৬ উইকেট হারাল পাক দল। ৩০ রানে ৩ উইকেট নিলেন হার্দিক।
১৫ ওভারের শেষে পাকিস্তানের রান ৫ উইকেটে ১০৬ রান
আবার আউট। ৫ উইকেট হারাল পাকিস্তান
১৩.২ ওভারে শাদাবকে আউট করার পর শেষ বলে হায়দর আলীকে ফেরালেন হার্দিক। ১৪ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাক দল।
৪ উইকেট হারাল পাক দল
হার্দিকের নির্বিষ ডেলিভারিতে সূর্য কুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাদাব খান। ৯৬ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান
বড় ব্রেক-থ্রু। ইফিতিকার আউট
মারমুখী মেজাজে ব্যাট করা ইফতিকারকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। ৯১ রানে ৩ উইকেট হারাল পাক দল।
১২তম ওভারে ২১ রান দিলেন অক্ষর প্যাটেল
অক্ষরকে এক ওভারে তিনটি ছক্কা মেরে অর্ধ শতরান সেরে নিলেন ইফতিকার আহমেদ
তৃতীয় উইকেটে ৬০ রান যোগ হল
১১ ওভারে উইকেটে ৭০ রান। ইফতিকার ৩৬ ও শান মাসুদ ৩০ রানে ক্রিজে আছেন।
পাকিস্তান ইনিংসের অর্ধেক সময় শেষ
১০ ওভারের শেষে পাকিস্তানের রান ৬০ রানে ২ উইকেট।
বরাত জোরে বেঁচে গেলেন শান মাসুদ
৮ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলল পাকিস্তান।
পাওয়ার প্লে-তে দাপট টিম ইন্ডিয়ার
৬ ওভার ২ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলল পাক দল।
পাক ডাগআউটে জোড়া ধাক্কা
বাবর আজমের পর এবার মহম্মদ রিজওয়ানকেও ফেরালেন অর্শদীপ। ৪ ওভারের শেষে ১৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।
চাপ বাড়াচ্ছে টিম ইন্ডিয়া
৩ ওভারের শেষে ১ উইকেটে ১০ রান তুলল পাক দল
পাকিস্তানকে প্রথম ধাক্কা দিলেন অর্শদীপ সিং
মেগা মহারণে খালি হাতে ফিরলেন বাবর আজম। ১ রানে ১ উইকেট হারাল পাকিস্তান
মাঠে নেমে পড়লেন দুই পাক ওপেনার
প্রথম ওভারে ১ রান দিলেন ভুবনেশ্বর কুমার।
পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), , শান মাসুদ, শাদব খান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।