ISL Live Update,CFC vs ATKMB: চেন্নাইয়ন এফসি-এটিকে মোহনবাগান ম্যাচ অমীমাংসিত
Latest Updates
এফসি গোয়ার (FC Goa) পর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আইএসএলে পর পর দুই ম্যাচ জিতে ছন্দে অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট এটিকে মোহনবাগানের। জয়ের হ্যাটট্রিক সঙ্গে জিতে বছর শেষ করাই সবুজ মেরুনের টার্গেট।
অন্যদিকে লিগ টেবিলে সাত নম্বরে চেন্নাইয়ন এফসি (Chennaiyin FC)। সাত ম্যাচে পয়েন্ট নয়। আগের ম্যাচেই এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) সঙ্গে ড্র করেছে তারা।
গোয়ার বাম্বোলিমে (Bambolim) মুখোমুখি এটিকে মোহনবাগান ও চেন্নাইয়ন এফসি
১ মিনিট- খেলা শুরু বাম্বোলিমে। শুরুতেই কর্নার আদায় করে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৫ মিনিট- চেন্নাইয়ন এফসি-র রাফায়েল ক্রিভেলারো শট। দুরন্ত সেভ এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
১০ মিনিট- দশ মিনিট খেলা গড়িয়েছে বাম্বোলিমে। সেয়ানে-সেয়ানে লড়াই চলছে দুই দলের। বলে পজেশনে চেন্নাইয়ন এফসি ৪৮% , এটিকে মোহনবাগান ৫২%; স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
১৫ মিনিট- হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাম্বোলিমে। সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনেও। কিন্তু চেন্নাইয়ন রক্ষণকে পরাস্ত করতে পারেননি এডু গার্সিয়া, রয় কৃষ্ণারা। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
২০ মিনিট- বছরের শেষে জয়ের খোঁজে দুই দলই। তবে কাঙ্খিত গোল এখনও পায়নি কোনও দলই। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
২৫ মিনিট- স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৩০ মিনিট- জিএমসি স্টেডিয়ামে (বাম্বোলিম) চলছে কুলিং ব্রেক। মুখোমুখি গত আইএসএলের দুই ফাইনালিস্ট দল। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৩৫ মিনিট- এখনও গোলের দেখা নেই। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৪০ মিনিট- সুযোগ পেয়েছিল চেন্নাইয়ন এফসি। কিন্তু গোল হয়নি। বিরতির পাঁচ মিনিট আগেও স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৪৫ মিনিট - প্রথমার্ধের খেলা শেষ।
হাফ টাইম স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৪৬ মিনিট- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ..... স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৫০ মিনিট- দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে গতি বাড়ায় এটিকে মোহনবাগান। চেন্নাইয়ন এফসি-র রক্ষণও সতর্ক। পাল্টা আক্রমণে চেন্নাইয়ন এফসি। দুরন্ত সেভ অরিন্দম ভট্টাচার্যের। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৫৫ মিনিট- দ্বিতীয়ার্ধে ১০ মিনিট খেলা অতিক্রান্ত। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে লড়াই। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৬০ মিনিট- দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন চেন্নাইয়ন এফসি-র সিলভেস্টর। যদিও গোল হয়নি। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৬৩ মিনিট- হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের প্রনয় হালদার। ম্যাচের প্রথম কার্ড। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৬৫ মিনিট- ফের এটিকে মোহনবাগানের পরিত্রাতা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। মরিস মৌরার ফি কিক বাঁচালেন অরিন্দম। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৬৮ মিনিট- জোড়া পরিবর্তন এটিকে মোহনবাগানের। মনবীর সিংয়ের বদলে মাঠে এলেন প্রবীর দাস। প্রনয় হালদারের পরিবর্তে এলেন জয়েশ রানে। একটি পরিবর্তন চেন্নাইয়ন এফসি-র। ক্রিভেলরোর বদলে এলেন দীপক টাংরি। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৭০ মিনিট- নির্ধারিত সময়ে আর ২০ মিনিট খেলা বাকি। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৭৫ মিনিট- বাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে চলছে দ্বিতায়ার্ধের কুলিং ব্রেক। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৭৮ মিনিট- সুযোগ তৈরি করেছিল এটিকে মোহনবাগান। কিন্তু গোল হয়নি। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৮০ মিনিট- ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন চেন্নাইয়ন এফসি-র জেরি লালরিনজুয়ালা। এদিকে এটিকে মোহনবাগানের দুর্গ আগলে রেখে দিয়েছেন অরিন্দম ভট্টাচার্য। ফের দুরন্ত সেভ করলেন তিনি। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৮৩ মিনিট- প্রবীর দাসের ক্রস, রয় কৃষ্ণা বল ধররা আগেই চেন্নাইয়ন এফসি-র গোলকিপার বিশাল কেইথ বল ধরে নেন। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৮৭ মিনিট- একটি করে পরিবর্তন দুই দলে। এটিকে মোহনবাগানের ডেভিড উইলিয়ামসের পরিবর্তে মাঠে নামলেন ইনম্যান। অন্যদিকে চেন্নাইয়ন এফসি-র ছাঙতের পরিবর্ত হিসেবে নামলেন ফাতখুলয়েভ। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৮৮ মিনিট- পরের মিনিটেই দুরন্ত আক্রমণ এটিকে মোহনবাগানের। কিন্তু গোল হল না। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৯০ মিনিট- পরিবর্তন চেন্নাইয়ন এফসি-র। অনিরুদ্ধ থাপার পরিবর্তে মাঠে নামলেন ধনপাল গনেশ। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
খেলা শেষ। স্কোরলাইন : চেন্নাইয়ন এফসি ০-০ এটিকে মোহনবাগান
৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। চেন্নাইয়ন এফসি ৮ ম্যাচে ১০ পয়েন্ট