জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক ঘণ্টার ব্যবধানে ব্যাক-টু-ব্যাক স্বর্ণপদক! কামাল করলেন ভারতের কন্যারা। নিখাত জারিনের (Nikhat Zareen) পর এবার লভলিনা বড়গোহাঁই (Lovlina Borgohain)। রবিবার নয়া দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে (Indira Gandhi Sports Complex New Delhi) সোনালি রবিবার ভারতের। ৫০ কেজি বিভাগে নিখাত বিশ্বসেরা হয়েছিলেন। এবার মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing C'ships 2023) শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিলেন লভলিনা। অসমের কন্যা ৭৫ কেজি বিভাগের ফাইনালে ৫-২ হারালেন অস্ট্রেলিয়ার তারকা কাইতলিন পার্কারকে। ২০১৮ সালে লভলিনা এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়েছিলেন। এই প্রথম তিনি পেলেন সোনার পদক। ভারতের ঝুলিতে মোট চারটি সোনা এল এই প্রতিযোগিতা থেকে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনNikhat Zareen | World Boxing C'ships 2023: দেশের গর্ব নিখাত, 'সোনা'র মেয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন, লিখলেন ইতিহাস!




টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদক জিতে ঘরে ফিরলেন লভলিনা। গোলাঘাট জেলার বারোমুখিয়া গ্রামের এই মেয়ে বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস লিখেছেন। মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছেন লভলিনা। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার খাতা খুলেছিলেন নীতু ঘাঙ্ঘাস। গতকাল তিনি ৪৮ কেজি (মিনিমাম ওয়েট) বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেতসেগকে হারিয়ে ছিলেন। নীতুর সোনা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮১ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুইটি বুরা। ফাইনালে তিনি হারিয়ে দেন চিনের ওয়াঙ লিনাকে। নীতু-সুইটি ছাড়াও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সোনা জিতেছেন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি ও নিখাত জারিন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)