Virat Kohli, LSG vs RCB: এই নিয়ে চতুর্থবার `গোল্ডেন ডাক` বিরাট কোহলি!
বিরাট কোহলি (Virat Kohli) যেন রান করতেই ভুলে গিয়েছেন!
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি (Virat Kohli) ও অফ-ফর্ম যেন আজ সমার্থক হয়ে গিয়েছে! রান করতেই ভুলে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার। মঙ্গলবার মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy, Mumbai) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants)। টস হেরে প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছে ৬ উইকেটে ১৮১ রান। আর এই রানের মধ্য়ে বিরাটের অবদান শূন্য!
আইপিএলে (IPL 2022) এই নিয়ে চতুর্থবার 'গোল্ডেন ডাক' হলেন 'কিং কোহলি'। এদিন তিনে ব্যাট করতে নেমে কোহলি দুষ্মন্ত চামিরার প্রথম ডেলিভারিতেই হুডার হাতে ক্যাচ তুলে দেন। এর আগে ক্রোড়পতি লিগে তিনবার প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৪ সালে পঞ্জাব কিংস ও ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 'গোল্ডেন ডাক' হয়েছেন।
দেখতে গেলে চলতি আইপিএলই কোহলির বিগত ১৫ বছরের আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নজির। ৭ ম্যাচে এখনও পর্যন্ত কোহলি করেছেন ১১৯ রান। তাঁর ব্যাট থেকে একটিও অর্ধ-শতরান আসেনি। অথচ এই কোহলিই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানশিকারি। যাঁর ঝুলিতে আছে ছয় হাজারের ওপর রান। ২০১৬ সালে কোহলি ছিলেন আগুনে ফর্মে। একাই করেছিলেন ৯৭৩ রান। হাঁকিয়ে ছিলেন চারটি সেঞ্চুরি।
আরও পড়ুন: ATK Mohun Bagan: হ্যাটট্রিক হিরো উইলিয়ামস! এএফসি কাপের মূলপর্বে এটিকে মোহনবাগান
আরও পড়ুন: KL Rahul-Suniel Shetty: রাহুলের সেঞ্চুরির পর তাঁর 'হবু শ্বশুর' ছক্কা হাঁকালেন সোশ্যালে!