জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পোল্যান্ড-সৌদি আরব (Poland vs Saudi Arabia) ম্যাচের পরেই পর্তুগিজ কিংবদন্তি লুই ফিগো (Luis Figo) তাঁর স্বপ্নের বিশ্বকাপের টিম ঘোষণা করে দিলেন। মহাতারকা উইঙ্গার যে টিম বেছে নিয়েছেন, তাদের হারায় কার সাধ্যি! বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে ফুটবল পণ্ডিতের ভূমিকায় পাওয়া যাচ্ছে তাঁকে। সোল ক্যাম্পবেল (Sol Campbell), রবার্ট পিরেস (Robert Pires) ও ওয়েন রুনিদের (Wayne Rooney) সঙ্গে ফুটবল নিয়ে চুটিয়ে আড্ডা দিচ্ছেন তিনি। ২০০৬ বিশ্বকাপে দেশকে শেষ চারে তোলা ফিগো নিজেকেই করেছেন দলের অধিনায়ক। মূলত আক্রমণাত্মক দলই করেছেন ফিগো। তাঁর টিমে ডিফেন্ডারদের জায়গা সেভাবে নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



দেখে নেওয়া যাক ফিগোর বিশ্বকাপ একাদশে কারা রয়েছেন:


১)  জিয়ানলুইগি বুফোঁ (ইতালি, গোলকিপার)
২)  ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)
৩)  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
৪)  পেলে (ব্রাজিল)
৫)  লিওনেল মেসি (আর্জেন্টিনা)
৬)  লুই ফিগো (পর্তুগাল, ক্যাপ্টেন)
৭)   দিয়েগো মারাদোনা (আর্জেন্টিনা)
৮)  জিনেদিন জিদান (ফ্রান্স)
৯)  রোনাল্ডো (ব্রাজিল)
১০) জোহান ক্রুয়েফ (নেদারল্যান্ডস)
১১) ইউসেবিও (পর্তুগাল)


দলের কোচ : কার্লোস পেরেইরা (ব্রাজিল)



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)