নিজস্ব প্রতিবেদন: দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলার আনন্দ একদিকে আর অন্যদিকে বন্ধু বিদায়ের বিষাদ! দোলাচলে ক্রোয়াশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ড চলে যাওয়ায় মন খারাপ তাঁর। রোনাল্ডো রিয়েলেই থাকুক, মনে প্রাণে চেয়েছিলেন মদ্রিচ। কিন্তু তা হয়নি। রেকর্ড ট্রান্সফার পারিশ্রমিক দিয়ে তাঁকে দলে সামিল করেছে ফিয়েট কোম্পানির মালিক। এখন থেকে জুভেন্তাসের সাদাকালো জার্সিতেই খেলবেন সিআরসেভেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- টিভি স্টুডিওয় বসলেন 'নকল' হ্যাজার্ড!


উল্লেখ্য, স্পেনের রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন রোনাল্ডো এবং মদ্রিচ। তিনটে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন তাঁরা এই ক্লাবের হয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একাধিক গোলে সহযোগী ছিলেন ক্রোয়েশিয়ার ‘এলএম টেন’। কিন্তু, দীর্ঘ নয় বছর পর রোনাল্ডো-রিয়েল সম্পর্ক ভাঙায় বিচ্ছেদ হল ক্রিশ্চিয়ানো-মদ্রিচেরও।


আরও পড়ুন- নেমার কেন 'অভিনয়' করেন, জানালেন রোনাল্ডো


সদ্য প্রাক্তন হওয়া রিয়েল তারকাকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার জানিয়েছেন, “রিয়েলের জন্য ও যা করেছে, তার জন্য রোনাল্ডোকে ধন্যবাদ। এরপর ও যখন মাদ্রিদের বিরুদ্ধে খেলবে তখনও ওর সাফল্য কামনা করব”।


আরও পড়ুন- "ইমরানের ৫ অবৈধ সন্তান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন ভারতীয়"!