টি ২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানো উচিত ধোনির! কী বললেন ভি ভি এস লক্ষ্মণ
নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনির এবার টি ২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়া উচিত। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্ণণ।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশাল রানে হেরেছিল। নিউ জিল্যান্ড ওই ম্যাচে ভারতকে বিশাল টার্গেট দিলেও ভারতের হারের পেছনে অনেকে ধোনির মন্থর ব্যাটিংয়ের দিকেই আঙুল তুলছেন।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে লক্ষ্মণ মন্তব্য করেছেন, এখন ধোনির টি ২০ ফর্ম্যাট থেকে সরে যাওয়ার সময় হয়েছে। চার নম্বরে ব্যাট করতে এসে এখন ধোনির আই সেট হতে অনেক বেশি সময় লাগে। ভারত যখন বিশাল টার্গেট চেজ করছে তখন ধোনির উচিত ছিল কোহলিকে স্ট্রাইক দেওয়া।
লক্ষ্মণ আরও বলেন, আমার মনে হয় ধোনির টি ২০ ফর্ম্যাট ছেড়ে দেওয়া উচিত। এতে নতুন ছেলেরা সুযোগ পাবে। ধোনি একদিনের ম্যাচের জন্যই আদর্শ প্লেয়ার।
আরও পড়ুন-দেওয়াল উঠছে মুকুল-শুভ্রাংশুর মধ্যে