নিজস্ব প্রতিবেদন: আইপিএলে একেবারেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গতবারের  ও সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইকে অত্যন্ত নিস্প্রভ দেখাচ্ছে। ফর্মে থাকা ক্রিকেটাররা সকলেই প্রায় ছন্দহীন। এমনকী পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচেও একটা সময়ে ধুঁকতে হয়েছিল রোহিত শর্মার ব্রিগেডকে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও কায়রন পোলার্ড বৈতরণী পার করান।মুম্বইয় ইন্ডিয়ান্সের চিন্তায় মূলত দুই ক্রিকেটার। এক) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং ও দুই) পাণ্ডিয়ার বোলিং। দলের হেড কোচ ও প্রাক্তন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) এই দুই ক্রিকেটারকে নিয়ে যদিও চিন্তিত নন। পাণ্ডিয়াকে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে বোলিং করতে দেখা যায়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: 'ফর্মে নেই রায়না, তবুও বসাবে না ধোনি'! বলছেন শেহওয়াগ


মাহেলা ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, " হার্দিকের জন্য যেটা সবচেয়ে ভাল হয়, সেটাই আমরা করছি আগামীর কথা ভেবে। আইপিএলে পাণ্ডিয়া বল করতে পারবে কি পারবে না, সেটা আমাদের দেখতে হবে।" সূর্যকুমার প্রসঙ্গে মাহেলার বক্তব্য, "সূর্য মিডল অর্ডারে কিছুটা সময় কাটাতে পারলেই আবার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে। তবে এটা খুব একটা চিন্তার বিষয় নয়।"চার ম্যাচে তিন ম্যাচ হেরে মুম্বইয়ের প্লে-অফ কার্যত চাপে। বাকি প্রতিটি ম্যাচ জিতেই নীল জার্সিধারীরা পারবে প্লে-অফে যেতে। মাহেলা বলছেন যে, তাঁদের শুরুটা একেবারেই ভাল হয়নি বলে এই অবস্থা দেখতে হচ্ছে। আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে সূর্যকুমার-হার্দিক দু'জনেই রয়েছেন। তাঁদের ফর্মে ফেরাটা নিয়ে রীতিমতো ভাবিত বিসিসিআই। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে আইপিএলই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ মঞ্চ। এখন দেখার কত তাড়াতাড়ি সূর্যকুমার ও হার্দিক জ্বলে ওঠেন।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)