জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার মধ্যে ইগোর লড়াই ছিল। একটা সময় এমন খবর প্রায় শোনা যেত। তবে সেই দুরত্ব মিটিয়ে আবার কাছাকাছি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। তাই তো প্রিয় 'ক্যাপ্টেন কুল'-কে (Captain Cool) শুভেচ্ছা জানিয়ে মজার টুইট করলেন বীরু। লিখলেন, 'ওম হেলিকপ্টারায় নমঃ।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'নজফগড়ের নবাব' টুইটারে লিখেছেন, 'পূর্ণচ্ছেদ না দেওয়া পর্যন্ত একটা বাক্য সম্পূর্ণ হয় না। ঠিক তেমন ভাবেই এম এস ধোনি ক্রিজে থাকলে ম্যাচ শেষ হয়ে যায় না। সব দলে ধোনির মতো সতীর্থ পাওয়া যায় না। শুভ জন্মদিন এম এস ধোনি। ওম হেলিকপ্টারায় নমঃ'। 



এ দিকে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। শোনা গিয়েছে মধ্যরাতে ধোনির জন্মদিন উপলক্ষ্যে সারপ্রাইজ সেলিব্রেশনের পরিকল্পনা করেছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। সেই মতোই মাঝরাতে ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে কেক কাটেন মাহি। সেই সেলিব্রেশনের মধ্যেই উপস্থিত ছিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করেছিলেন পন্থ। সাক্ষীর পোস্ট করা ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, হাসিমুখে মাহির সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি।   


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও মাহি ম্যাজিক বজায় রয়েছে। সেটা তাঁর জন্মদিনের সেলিব্রেশনে দেখা গেল। 


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: মহারাজকীয় প্রি-বার্থ ডে সেলিব্রেশনে আবার সচিন-সৌরভ জুটি, ছবিতে দেখুন


আরও পড়ুন: Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: প্রিয় পন্থের সঙ্গে জন্মদিন পালন করলেন 'ক্যাপ্টেন কুল', ভিডিয়ো ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)