ওয়েব ডেস্ক: অবসর নেওয়া কি তাহলে এবার সময়ের অপেক্ষা লসিথ মালিঙ্গার? শ্রীলঙ্কার এই ক্রিকেটারের অধিনায়কত্বেই এশিয়া কাপে খেলছেন দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথুজরা। গতকাল তাঁর নেতৃত্বে সংযুক্ত আরব আমীরশাহীকে হারিয়েও দিয়েছে শ্রীলঙ্কা।


সাংবাদিক সম্মেলনে লসিথ মালিঙ্গাকে প্রশ্ন করা হয়, আপনি কি তাহলে টি২০ বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসর নেবেন? ই প্রেশ্নর উত্তরে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, 'জানি না, ঠিক কী ঘটতে চলেছে। গত ১২ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি। এখন আমার বয়স ৩২। খুব শীঘ্রই ৩৩-এ পা দেব। চোটে ভুগছি গত দু বছর ধরে। পুরোপুরি চোট থেকে সেরে উঠতে পারিনি। বুঝতে পারছি না, আর কতদিন দেশের হয়ে এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারব।' শ্রীলঙ্কার অধিনায়কের এই উত্তর শোনার পরই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি মালিঙ্গাকে আর বেশিদিন ক্রিকেট খেলতে দেখা যাবে না!