নিজস্ব প্রতিবেদন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন উপলক্ষ্যে তাঁর বাসভবনে এসে শুভেচ্ছা জানিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার অর্থাৎ আজ ৪৯ বছরে পা দিলেন সৌরভ। এদিন বিকেল ৫টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন মমতা। এর আগে কখনও সৌরভের বাড়িতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেননি মমতা। এমনটা প্রথমবার ঘটল। বলা যেতেই পারে বাংলার 'দাদা'র বাড়িতে বাংলার 'দিদি'। ৮ জুলাই এক ঐতিহাসিক দিন হয়ে থাকল। 


আরও পড়ুন: রাত তিনটে পর্যন্ত জেগে খেলা দেখছি', স্বপ্নের ফাইনাল দেখার অপক্ষায় বার্থ ডে বয় সৌরভ


এর আগে গত জানুয়ারি মাসে যখন সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসেছিল, তখন মমতা হাসপাতালে ছুটে গিয়েছিলেন তাঁর প্রিয় সৌরভকে দেখতে। এবার সৌরভের বাড়িতে পা রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে মিডিয়া ও তাঁর অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই সৌরভ নিজের বাড়িতে অতিথিদের আগমনে রাশ টেনেছেন। পরিবারের সকলের সঙ্গে বাড়িতেই সকালে কেক কেটেছেন মহারাজ। তবে সবটাই ক্লোজ ডোর।


অস্ত্রোপচারের পর থেকে সৌরভের খাওয়াদাওয়াতেও রয়েছে হাজারো নিষেধাজ্ঞা। ফলে সে অর্থে খাদ্যরসিক সৌরভকে বাড়ির তৈরি হাল্কা খাবারেই বিশেষ দিন উদযাপন করতে হবে। সৌরভ রাত জেগে ইউরো কাপে ইংল্যান্ড-ডেনমার্কের সেমিফাইনাল দেখছেন। জানিয়েছেন আগামী রবিবার কোপা আমেরিকার ফাইনালেও চোখ থাকবে তাঁর। ফুটবলার হিসেবে সৌরভ মারাদোনার ফ্যান, কিন্তু সমর্থন করেন ব্রাজিলকে। ফলে তাঁর জন্য একটা কঠিন ম্যাচ হতে চলেছে। 


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)