ব্যুরো: বছরের শেষে এসে ছন্দ ফিরে পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইপিএলে টানা চার ম্যাচে জয় পেল হোসে মোরিনহোর দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শুধু সান্ডারল্যান্ডকে তিন-শূন্য গোলে হারানোই নয়, ম্যাচে আগাগোড়া দাপট দেখায় রেড ডেভিল-রা। তেষট্টি শতাংশ বল পজেশনের সঙ্গে গোটা ম্যাচে গোলে পঁচিশটা শট মারেন ইব্রাহিমোভিচ-রা। প্রথমার্ধে ড্যালে ব্লাইন্ডের গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। খেলার শেষ আট মিনিটে ইব্রাহিমোভিচ আর মিকিতারিয়ানের গোলে ম্যান ইউয়ের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায়। কেন তাঁকে ম্যান ইউ আগামী মরসুমেও ধরে রাখতে মরিয়া সেটা সোমবার রাতে আরও একবার বোঝালেন সুইডিশ ইব্রা। গোলের করার পাশাপাশি গোলের ফাইনাল পাসও দেন তিনি। চলতি বছরে প্যারিস সেইন্ট জার্মেইন আর ম্যান ইউ মিলিয়ে পঞ্চাশ গোল করা হয়ে গেল ইব্রার। তবে ম্যাচের সেরা মুহুর্ত ছিল মিকিতারিয়ানের ব্যাকহিল ভলি থেকে করা বিস্ময় গোল। এই জয়ের ফলে  পয়েন্টের বিচারে পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামকে ধরে ফেলল ম্যান ইউ।