ওয়েব ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় যেন কাটেছেই না। গত এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলেছে হোসে মোরিনহোর দল। তিনটিতেই হার!গত শনিবার ম্যাঞ্চেস্টার ডার্বি দিয়ে শুরু হয়েছিল দুঃস্বপ্নের সপ্তাহটা। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির কাছে হারটা তবুও মেনে নিতে পারছিলেন ইউনাইটেড সমর্থকেরা।কারণ, তাঁরা অন্তত বড় দলের কাছে হেরেছে। বৃহস্পতিবার ইউরোপা লিগে ফেনুর্ডের মাঠে হারটিও হয়তো মেনে নিতে পেরেছেন তাঁরা। কারণ, দলের অনেকেই খেলেননি সেদিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার


কিন্তু আজকের হারটি কীভাবে মানবে মোরিনহোর দল? রুনি-ইব্রাহিমোভিচ-পোগবারা সবাই ছিলেন। তবু ওয়ার্টফোর্ডের মাঠে ১-৩ ব্যবধানে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সমর্থকরা কিন্তু বেজায় চিন্তিত। এভাবে চলতে থাকলে মরশুমের শেষে তাঁদের দল কোথায় থাকবে, সেটা ভাবলে এখনই শিউরে উঠছেন, রেড ডেভিলস ফ্যানরা।


আরও পড়ুন  দীপিকা পাড়ুকোন সম্ভাবত সেরা সম্মানটা পেলেন