জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ইলকাই গুন্ডোগান ( Ilkay Gundogan) ফ্রি টান্সফারে এসেছেন বার্সেলোনায়।  ম্যান সিটির হয়ে ত্রিমুকুট জিতেই 'ক্যাপ্টেন সিল্কি' গত সোমবার এসেছেন কাতালুনিয়ান ক্লাবে। ২০১৬-২৩ পর্যন্ত সিটিতে খেলেছেন 'মিস্টর হুইপি'। এবার গুন্ডোগানের বিকল্প খুঁজে নিল পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। আর্লিং হালান্ডদের (Erling Haaland) দলে যোগ দিলেন ক্রোট মিডফিল্ডার ম্য়াটিয়ো কোভাচিচ (Mateo Kovacic)। চেলসি থেকে এলেন মাঝমাঠের মহারথী। চেলসিতে পাঁচ বছর কাটিয়েছেন বিশ্বকাপার কোভাচিচ। চেলসিতে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জেতা কোভাচিচ ছেড়ে আসা ক্লাবের জার্সিতে ২২১ ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) ও ইউরোপা লিগ (Europa League) জিতেছেন তিনি। চলতি ট্রান্সফার উইন্ডোতে ম্য়ান সিটি প্রথম ফুটবলার নিল। জানা যাচ্ছে কোভাচিচ চার বছরের চুক্তিতে ৩২ মিলিয়ন ডলারে (আরও ছয় মিলিয়ন ডলার অ্যাড-অন হিসেবে বকেয়া) এসেছেন ম্য়ান সিটিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Barcelona | Ilkay Gundogan: জল্পনাই সত্যি হল, ম্যান সিটি অতীত, 'মিস্টর হুইপি' এখন বার্সার




ম্য়ান সিটিতে এসে কোভাচিচ বলছেন, 'আমার জন্য এটা দারুণ মুভ। সিটির হয়ে শুরু করার জন্য় তর সইছে না আমার। পেপের অধীনে যারা সিটির খেলা দেখেছে, তারা জানে যে, দলটা কত ভালো। আমার চোখে ওরা বিশ্বের সেরা। ট্রফিই ওদের হয়ে কথা বলছে। যে কোনও ফুটবলারের জন্য় এই ক্লাবে যোগ দেওয়া স্বপ্নের মতো।' সিটির ডিরেক্টর টিকি বেগিরিস্তিয়ান বলছেন, 'ম্য়াটিও অসাধারণ ফুটবলার। ছয় বা আটে নম্বরে খেলতে পারে। প্রথমসারির ক্লাবগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। ও প্রিমিয়র লিগ বোঝে। ওর ট্যাকটিকাল ও টেকনিক্যাল গুণের জন্যই এই ক্লাবে নিয়ে আসা। আমরা একজন মিডফিল্ডারের খোঁজেও ছিলাম। ওর উপর অনেকদিন আমাদের নজর ছিল। ওকে যখনই দেখেছি, আমরা মোহিত হয়েছি।' এখন দেখার ম্যাটিয়ো নীল জার্সিতে কী ফুল ফোটাতে পারেন। পিএল, এফএ কাপের পর চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে পেপের সিটি। ১৯৯৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে এই অসাধারণ কীর্তি গড়েছে সিটি। গুন্ডোগান ছিলেন দলের অধিনায়ক। টানা তিন মরসুম ব্যাক-টু-ব্যাক ইপিএল ধরে রাখল। ২০২০-২১, ২০২১-২২ এর পর ২০২২-২৩ মরসুমেও সিটি বাজিয়ে লিগ আর্লিং হাল্য়ান্ডদের । শেষ পাঁচ মরসুমের মধ্যে চারবারই প্রিমিয়ার লিগ জিতেছে ম্যান সিটি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)