নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লীগের (Champions League) সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লীগ (EPL) জয়ের মুখে দাঁড়িয়ে থাকা ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) এবং লা লিগার (La Liga) শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ (Real Madrid)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামি পরবের খেলায় রিয়ালের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নামার আগে সিটির হাতে থাকবে মাত্র এক গোলে এগিয়ে থাকা সুবিধা। প্রথম পর্বের এই খেলার শেষে ফলাফল সিটির পক্ষে ৪-৩। 


খেলা শুরুর ৯৪ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় সিটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্রুততম গোলটি এল Kevin De Bruyne-র দুর্দান্ত ডাইভিং হেডারে। Riyad Mahrez রিয়ালের ডিফেন্স ভেঙে ভিতরে এসে জায়গা পরিবর্তন করেন এবং তারপরেই ক্রস বাড়িয়ে দেন De Bruyne-কে।


১১তম মিনিটে Guardiola-র দলের লিড বাড়িয়ে দেন ফর্মে থাকা Gabriel Jesus। De Bruyne-র কাছ থেকে একটি পাস David Alaba-কে কাটিয়ে রিয়ালের জালে বল জড়ান তিনি। ১৩ বারের ইউরোপ জয়ি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার এত কম সময়ে দুটি গোল হজম করে। যদিও এর মাঝেই Mahrez এবং Phil Foden রিয়ালের জালে বল জড়াতে ব্যর্থ হন।        


 



অন্যদিকে খেলার ৩৩ মিনিটে Ferland Mendy-র পাস আলতো টোকায় সিটির জালে জড়িয়ে দেন Karim Benzema। আহত John Stones-র বিকল্প হিসাবে অভিজ্ঞ Fernandinho শুরু করেন দ্বিতীয় অর্ধের খেলা। আট মিনিটের পরে সিটি আবার এগিয়ে যায় দুই গোলে। Fernandinho-র মাপা ক্রস থেকে গোল করেন Foden। 


দুই মিনিট পরে Fernandinho-কে কাটিয়ে আরেক ব্রাজিলিয়ান Vinicius Jr সেন্টার লাইন থেকে ছুটে Ederson-র পাশ দিয়ে অসামান্য ব্যক্তিগত প্রচেষ্টায় রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন। যদিও আবার রিয়ালের জালে বল জোড়ানোর সুযোগ পায় সিটি। Oleksandr Zinchenko বক্সের কোনায় পৌঁছে রিয়ালের ডিফেন্সকে চমকে দেন। এরপরেই ৭৪ মিনিটে Thibaut Courtois-কে হারিয়ে গোল করেন সিটির Bernardo Silva। 


আরও পড়ুন: IPL 2022: ব্যাটে Riyan, বলে Kuldeep-Ashwin-! দুরন্ত খেলে RR চলে গেল একে, RCB হারল ২৯ রানে


যদিও নাটক এখানেই শেষ হয়নি। সিটির Aymeric Laporte-র হাতে বল লাগায় পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে রিয়ালের তৃতীয় গোলটি করেন Benzema। 


ম্যাচের শেষে রিয়ালের কোচ Carlo Ancelotti বলেন, মাদ্রিদের ম্যানেজার হিসাবে তাকে বিবেচনা করতেই হবে যে তারা খুব তাড়াতাড়ি দুটি গোল হজম করেছেন। কিন্তু এরপরেও Bernabeu-তে নামার আগে রিয়ালের খাতায় তিনটি গোল রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)