নিজস্ব প্রতিবেদন : দারুণ ছন্দে থাকা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে কোনও লড়াই করতে পারল না শালকে। জার্মানির ক্লাব দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে গোল উৎসবে মেতে উঠল পেপ গুয়ার্দিওয়ালার দল। ঘরের মাঠে শালকে-কে ৭-০ গোলে হারাল অ্যাগুয়েরোরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শালকের ঘরের মাঠে কোনও রকমে জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ইঙ্গিত মিলেছিল ফিরতি লেগে ইত্তিহাদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু মঙ্গলবার কার্যত আত্মসমর্পন করল শালকে। শুরু থেকেই আক্রমণে গতি বাড়ালেও প্রথম গোলের দেখা মিলল ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে। বক্সে জেফরি ব্রুমা ফেলে দিলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সের্জিও অ্যাগুয়েরো। তিন মিনিট পরেই, সিটির হয়ে ব্যবধান বাড়ান সেই অ্যাগুয়োরো। ৪২ মিনিটে ব্যবধান ৩-০ করেন লেরয় সানে।



বিরতির পরেও গোল উত্সব চলতে থাকে সিটির। ৫৬ মিনিটে সানের বাড়ানো বলে ৪-০ করেন রহিম স্ট্রার্লিং। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল দেন। সানের দুর্দান্ত পাসে থেকে ৭১ মিনিটে পঞ্চম গোলটি করেন সিলভা। সাত মিনিট পরিবর্ত হিসেবে নেমে গোল করেন ফিল ফোডেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করে নজির গড়লেন ফোডেন। ১৮ বছর ২৮৮ দিনে গোল করলেন তিনি। ৮৪ মিনিটে সিটির হয়ে সপ্তম গোলটি করেন অ্যাগুয়েরোর পরিবর্ত হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস। চলতি মরশুমে এই নিয়ে ১০ বার পাঁচ বা তার বেশি গোল করল সিটি। দুই লেগ মিলিয়ে শালকে-কে ১০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি।


আরও পড়ুন - UCL 2018-19: রোনাল্ডোর হ্যাটট্রিক! অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জুভেন্তাস