ব্যুরো: চেলসি ম্যাচে ফুটবলারদের অভব্য আচরণের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে অভিযুক্ত করে শোকজ করল এফএ। এফএ কাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডকে এক-শূন্য গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌছয় চেলসি। ম্যাচে মাঠে এবং মাঠের বাইরে ম্যান ইউ ফুটবলার এবং কর্তাদের দুর্ব্যাবহারের জন্য ম্যান ইউকে অভিযুক্ত করল এফএ। প্রথমার্ধে আন্দের হেরেরাকে মাঠ থেকে বের করে দেওয়ার পর রেফারির সঙ্গে বিতর্কে জড়ান ম্যান ইউ কর্তারা। এরই পাশাপাশি দ্বিতীয়ার্ধে মার্কোস রোহোর ইডেন হ্যাজার্ডকে বুকে লাথি মারার ছবিও ক্যামেরায় ধরা পড়েছে। অবশ্য রোহোকে কোনও শাস্তি দেয়নি এফএ। ম্যাচে চেলসি কোচ অ্যান্টনিও কোন্টের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ম্যান ইউ কোচ হোসে মোরিনহো। এই সব ঘটনার পর ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে ম্যান ইউকে দোষি সাব্যস্ত করে এফে। শুক্রবারের মধ্যে ম্যান ইউকে জবাব দিতে বলা হয়েছে।