আরও একটা ট্রফিহীন মরশুম! সেভিয়ার কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিল ম্যান ইউ
চলতি মরসুমে এই নিয়ে তিনবার সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হল ম্যান ইউকে।
নিজস্ব প্রতিবেদন: ফের সেমি ফাইনালের গেরোয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেভিয়ার কাছে ১-২ গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হল রেড ডেভিলসদের। লিগ কাপ,এফএ কাপের পর ইউরোপা লিগেরও সেমি ফাইনালেই থমকে যেতে হল সোলসজায়ারের দলকে।
চলতি মরসুমে এই নিয়ে তিনবার সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হল ম্যান ইউকে। পিছিয়ে পরেও কোলনে দুরন্ত জয় ছিনিয়ে নিল সেভিয়া। ফের একবার ইউরোপা লিগ জেতার হাতছানি স্প্যানিশ ক্লাবটির সামনে। ফাইনালে ইন্টার মিলান অথবা শাখতার দোনেত্স্কের মুখোমুখি হবে সেভিয়া। শেষ ১৪ বছরে ষষ্ঠবারের জন্য ইউরোপা কাপ জেতার হাতছানি তাদের সামনে।
শুরুটা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না যে ইউরোপা লিগের সেমি ফাইনালেই শেষ হতে চলেছে ম্যাঞ্চেস্টারের দৌড়। ৯ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্ডেজ। সেভিয়াকে ম্যাচে ফেরায় লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার সুসোর গোল। বাকি সময়ে হেলায় একের পর এক সুযোগ নষ্ট করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষপর্যন্ত ৭৮ মিনিটে গোল করে সেভিয়াকে রুদ্ধশ্বাস জয় এনে দেন লুক দে জঙ। ফলে আরও একটা মরশুম ট্রফিহীন থাকতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
আরও পড়ুন - অবসরের ২৪ ঘণ্টা পরে মাহিকে শুভেচ্ছা যুবির; নস্টালজিক যুবরাজ