নিজস্ব প্রতিবেদন : নতুন মরশুম শুরুর আগেই 'ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফ্রেন্ডলি' তে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে বিশ্বের সেরা ক্লাবদলগুলি। মার্কিন মুলুকে প্রস্তুতিতে ব্যস্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, এসি মিলান, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাব। আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলছে সিঙ্গাপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বকাপের পর জনপ্রিয়তা নেই নেমারের, বলছে সমীক্ষা


লস অ্যাঞ্জেলসে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারাল ইতালির এসি মিলানকে। ম্যান ইউ-মিলান ম্যাচে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ১২ মিনিটে অ্যালেক্সিস স্যাঞ্চেজের গোলে এগিয়ে যায় হোসে মোরিনহোর দল। তিন মিনিট পরে গোল শোধ করে দেন মিলানের সুসো। শেষ পর্যন্ত খেলার ফয়সালা হয় টাইব্রেকারে।


* ম্যাচের নির্বাচিত অংশ দেখতে ক্লিক করুন ...




পেনাল্টি শুটআউটেও নাটকে ভরা। দুই দলের ১৩ জন করে ফুটবলার স্পট কিক নেন। মোট ২৬টি স্পটকিকের পর ম্যাচের নিষ্পত্তি হয়। শেষপর্যন্ত এসি মিলানকে ৯-৮ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও  কোচেরা কেউই এই প্রতিযোগিতায় হার-জিত নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না। তবে ফুটবলাররা কে কতটা ছন্দে আছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করছেন।



'ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফ্রেন্ডলি'তে অন্য ম্যাচে ইস্ট রাদারফোর্ডে লিভারপুলের কাছে হেরেছে ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুল জিতেছে ২-১ গোলে। লিভারপুলের হয়ে গোল দু'টি করেন মোহামেদ সালাহ এবং সাদিও মানে। অন্যদিকে ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন লেরয় সানে।


আরও পড়ুন - সালহাদের ড্রেসিংরুমে আচমকা জেমস বন্ডের 'হানা'