জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই মহিলাকে গণধর্ষণের (Mass Rape) পরে বিবস্ত্র করে ঘোরানো হয় গোটা গ্রাম, সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের (Manipur Violence) মেতেই সম্প্রদায়ের দিকে। নির্যাতিতাদের পরিচয় প্রকাশ করার জন্যই অভিযুক্ত মেতেইরা এই ভিডিয়ো প্রকাশ করেছে বলেই অভিযোগ। মণিপুরের নারকীয় এই ঘটনায় লজ্জিত, বিরক্ত, রাগে ফুঁসছে গোটা দেশ। অশান্ত মণিপুরের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। শুধু রাজনৈতিক নেতারাই নয়, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে টিম ইন্ডিয়ার (Team India) দুই তারকা যুবরাজ সিং (Yuvraj Singh) ও হরভজন সিং (Harbhajan Singh)। তবে যুবি ও ভাজ্জি প্রতিবাদে সরব হলেও, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকারা এই ন্যক্কারজনক ও নারকীয় ঘটনা নিয়ে একটিও শব্দ খরচ করেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুবরাজ টুইটারে লিখেছেন, 'আমি হতাশ, ক্ষুব্ধ ও স্তম্ভিত! মণিপুরের নারকীয় এই ঘটনার ভিডিয়ো দেখে লজ্জিতবোধ করছি। মণিপুরের সেই দুই বীরাঙ্গনাকে সেলাম জানাই। তবে ওঁদের সঙ্গে যেটা ঘটল সেটা খুবই দুর্ভাগ্যজনক।' এখানেই থেমে না থেকে তারকা প্রাক্তন অলরাউন্ডার ফের লিখেছেন, 'এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাই। যাতে এই হিংসা ও বৈষম্য দমন করা যায়।' 



আরও পড়ুন: Manipur Violence: মণিপুরে নারকীয় ঘটনা! 'গণধর্ষণ'-এর পর দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো ভাইরাল, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস


আরও পড়ুন: Manipur Violence: 'এই বর্বর কাজ মানবতার লজ্জা’, মণিপুর ইস্যুতে ট্যুইট মমতার


মণিপুরে নারকীয় ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা দু'জনকে ইতমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে এতে ক্ষোভ কমছে না। যুবরাজের সঙ্গে এবার সুর চড়ালেন হরভজন। তিনিও টুইটারে বিস্ফোরণ ঘটালেন। লিখলেন, 'এই ভিডিয়ো দেখে নিজেকে ক্ষুব্ধ বললেও, সেটা কম বলা হবে। রাগে গোটা শরীর কাঁপছে। মণিপুরের ঘটনা দেখে লজ্জা লাগছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক পদক্ষেপ না দিলে সেটা মানবিকতার প্রতি অন্যায় হবে। অনেক হয়েছে। কেন্দ্র সরকারের দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া উচিত।' 



সূত্রের খবর ভাইরাল হওয়া ভিডিয়োটি গত ৪ মে তোলা হয়েছিল। তার ঠিক আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিয়োর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলেই জানা গিয়েছে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফ-এর তরফে বলা হয়েছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। গত ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই দুই মহিলা কেঁদে কেঁদে কার্যত প্রাণের ভিক্ষা করেন। এরপরেও তাঁদের কথায় কান দেওয়া হয়নি। বরং সেই দুই মহিলার উপর অকথ্য অত্যাচার করা হয়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিস। তদন্ত শুরু হতেই কয়েক ঘণ্টার মধ্যে দু'জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এতেও কিন্তু আসমুদ্র হিমাচলে ছড়িয়ে থাকা সাধারণ মানুষের ক্ষোভ এতটুকু কমছে না। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)