Manoj Tiwary: আর নয়! ফেসবুকে পোস্ট করে বিরাট সিদ্ধান্ত জানিয়ে দিলেন মন্ত্রীমশাই
Manoj Tiwary announces retirement from all forms of cricket: আর কোনও ধরনেরই ক্রিকেট খেলবেন না মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে (Manoj Tiwari) আর দেখবে না বাইশ গজ। বৃহস্পতিবার দুপুরে সোশ্য়াল মিডিয়ায় লম্বা পোস্ট করে অবসর ঘোষণা করলেন মন্ত্রীমশাই। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ। তিনি রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন। এমনকী ২০২২-২৩ মরসুমে (Ranji Trophy 2022-23 Final) রঞ্জি ট্রফিতে তাঁর নেতৃত্বে বাংলা ফাইনালে উঠেছিল। রঞ্জি জয়ের স্বপ্নই দেখতেন মনোজ। তবে তাঁর সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। বাংলা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা যোদ্ধা তুলে রাখলেন ব্যাট। জানিয়ে দিলেন আর কোনও ধরনের ক্রিকেটই খেলবেন না তিনি। সব ফরম্যাটকেই বললেন 'গুডবাই'! আচমকাই মনোজের অসবরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন! যদিও অনেকে তাঁকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রথম রাজনীতিবিদ হিসাবে শতরান করার অনন্য় রেকর্ড রয়েছে শুধুমাত্র মনোজেরই।
মনোজ এদিন লিখেছেন, 'এই খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি বলতে চাই প্রতিটি জিনিস, যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি, সেই সময় থেকে ক্রিকেটের শুরু। যখন আমার জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত। ক্রিকেট এবং ঈশ্বরের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব, যিনি সবসময় সারাক্ষণ আমার পাশে ছিলাম। সেই সকল মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা আমার ক্রিকেট যাত্রায় বিরাট ভূমিকা রেখেছেন। আমার শৈশব থেকে শুরু করে গত বছর পর্যন্ত আমার জীবনের সকল কোচকে ধন্যবাদ, যারা আমার ক্রিকেটীয় কৃতিত্বে বিরাট অবদান রেখেছেন। মানবেন্দ্র ঘোষ, আমার জীবনে এমন এক কোচ, যিনি বাবার মতো। আমার ক্রিকেট যাত্রায় স্তম্ভের মতো ছিলেন। তিনি যদি না থাকতেন, তাহলে আমি ক্রিকেটের বৃত্তের কোথাও পৌঁছতে পারতাম না। ধন্যবাদ জানাই স্যারকে। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, কারণ আপনার শরীর ভালো নেই।'