জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন দিন আগেই রঞ্জি ট্রফির সেমিফাইনালের (Ranji Trophy Semi-Final 2022-23) টিকিট কনফার্ম করেছে টিম বাংলা (Bengal)। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চতুর্থ দিনের সকালেই বঙ্গ বোলারদের দাপটে, বাংলা ৯ উইকেটে ঝাড়খণ্ডকে হারিয়ে চলে গিয়েছে রঞ্জির শেষ চারে। আগামী ৮ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুরু হবে শেষ চারের ম্যাচ। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলা গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবে। গতকাল অর্থাৎ রবিবার বিকেলেই কলকাতা থেকে ইন্দোরের উড়ান ধরেছিলেন লক্ষ্মীরতন শুক্লা (LR Shukla) ও মনোজ তিওয়ারিরা (ManojTiwary)। সোমবার সকালে অনুশীলনের পর লক্ষ্মী-মনোজদের দেখা গেল শিবশক্তির আরাধনা করতে। এদিন উজ্জয়িনীর মহাকাল মন্দিরে (Mahakal Temple, Ujjain) গিয়ে পুজো দিলেন তাঁরা। দেবাদিদেব মহাদেবের পূজিত হন দেশের অত্যন্ত জাগ্রত এই মন্দিরে। বাংলার হেড কোচ ও অধিনায়ক ছাড়াও ছিলেন দলের বোলিং কোচ শিবশঙ্কর পাল (SS Paul)। সোমের সন্ধ্যায় সিএবি (Cricket Association of Bengal) সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছে। গতবার এই মধ্যপ্রদেশের কাছে হেরেই রঞ্জির শেষ চার থেকে বিদায় নিয়েছিল বাংলা। ছন্দে থাকা বাংলা চাইবে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফাইনাল ল্যাপে যেতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনSourav Ganguly on MS Dhoni: 'ভারতীয় ক্রিকেটে ধোনি আলাদাই প্রভাব ফেলেছে'! রাঁচির রাজপুত্রের জন্য গর্বিত মহারাজ