বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা আর্জেন্টিনার
২০১৬ সালে অলিম্পিক্সের আগে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্তিনিয় মিডফিল্ডার ম্যানুয়েল লানসিনি।
আরও পড়ুন- বিশ্বকাপে অনিশ্চিত বিশ্বকাপজয়ী জার্মান তারকা!
শুক্রবার বার্সেলোনায় অনুশীলন করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের। সূত্রের খবর, অস্ত্রোপচার করিয়ে মাঠে ফিরতে কমপক্ষে ছ'মাস সময় লাগবে তাঁর। যার অর্থ, বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলা লানসিনির। ২০১৬ সালে অলিম্পিক্সের আগে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার বিশ্বকাপ শুরুর আগে
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে তাঁকে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল। আর্জেন্তিনার হয়ে মাত্র চারটি ম্যাচ খেলা লানসিনিকে বিশ্বকাপে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দিয়েছিলেন কোচ জর্জ স্যাম্পাওলি। আক্রমণের পাশাপাশি রক্ষণে নেমে এসেও সাহায্য করেন তিনি। হাইতির বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও লানসিনিকে প্রথম দলে রেখেছিলেন স্যাম্পাওলি। লানসিনির বিকল্প খুঁজে পাওয়া বের করাই এখন চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনা কোচের।