জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতারে লিওনেল মেসির (Lionel Messi) ম্যাজিক শো দেখার স্বপ্নপূরণ হয়েছে মানুষী চিল্লারের। প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেসির ডাই হার্ড ফ্যান। মেগা ফাইনালের আগে আর্জেন্টাইন রাজপুত্রর নেশায় বুঁদ হয়ে আছেন হরিয়ানার কন্যা। কয়েকদিন আগে মানুষী এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি চোখের সামনে মেসিকে খেলতে দেখার স্বপ্ন দেখেছি। মেসির অন্ধভক্ত। ফুটবলের মাঠে এই জিনিয়াসকে দেখার জন্য এত বছর আমি পরিকল্পনা করে গিয়েছি। অনেকেই বলছেন যে, মেসির শেষ বিশ্বকাপ এটি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে মাঠে ছিলেন মানুষী। ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। ইংল্যান্ড-ফ্রান্স দ্বৈরথও মাঠে বসে দেখেছেন। মানুষী আরও বলেছেন,'আর্জেন্টিনা যখন নকআউট পর্বে ছিল, তখনই ভেবে ছিলাম যে, নেদারল্য়ান্ডসের সঙ্গে মেসিদের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে পারব না। জানতাম নেদারল্যান্ডস শক্তিশালী দল। আমার স্বপ্নপূরণ হয়েছে।' আগামী রবিবার লুসেল স্টেডিয়ামে কাপ জেতার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি হবে। মানুষী রীতিমতো উত্তেজনায় ফুটছেন। তিনি বলেছেন, ' অনান্য বিশ্বকাপ টিভিতে দেখেছি। এবার ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলা দেখার জন্য মুখিয়ে আছি।'




আরও পড়ুন: Watch | Pele On Lionel Messi: মেসির জন্য পেলে যা করলেন, তা দেখলে থ হয়ে যাবেন...


২০১৭ সালে মানুষী মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। চিনের সান্যা সিটিতে তিনি গোটা বিশ্বের সামনে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। ১০৮ জনকে হারিয়ে মানুষী সেরার সেরা হন। এরপর মডেলিং থেকে সোজা পা বাড়ান বলিউডে। ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির হাত ধরে বলিউড অভিষেক হয় তাঁর। কিন্তু সিলভার স্ক্রিনে অক্ষয় কুমারকে পাশে পেয়েও মানুষী ছাপ রাখতে পারেননি প্রথম ছবিতে। ছবি মুখ থুবড়েই পড়ে। মানুষী সদ্যই তাঁর দ্বিতীয় ছবি তেহরানের কাজ শেষ করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে জন আব্রাহাম। আগামী রবিবার লুসেল দেখবে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ফাইনাল। আর ফাইনাল ল্যাপে সবার চোখ মেসির দিকেই। মেসি যে অন্য গ্রহের ফুটবল খেলছেন কাতারে। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের সম্মোহন করছেন রাতের পর রাত। কাতারে ৩৫ বছরে ফুটবলারের ম্যাজিক শো চলছে...মানুষীও মোহিত মেসির সম্মোহনে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)