নিজস্ব প্রতিনিধি : নাইজেরিয়ার বিরুদ্ধে ৮৬ মিনিটে আর্জেন্টিনার মার্কোস রোজোর গোলের পরই তিনি আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন। আর তখনই আবেগের বশে দর্শকদের উদ্দেশে মধ্যমা দেখিয়ে বসেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গত কয়েকদিনে। দিয়েগো মারাদোনার এমন কাণ্ড কিন্তু ফিফার চোখ এড়ায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ফ্রান্সের বিরুদ্ধে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে!


কিংবদন্তি ফুটবলারদের বিশ্বকাপের উঠোনে আনার উদ্যোগ নিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকে। ফিফার টুর্নামেন্ট প্রধান কলিন স্মিথ বলছিলেন, ''ফুটবলের ইতিহাস লেখার পিছনে যে সব কিংবদন্তির অবদান রয়েছে তাঁদের বিশ্বকাপের অঙ্গ করে তুলতে চেয়েছি আমরা। দিয়েগো মারাদোনা এক্ষেত্রে বড় নাম। তিনি অবশ্যই জীবন্ত কিংবদন্তি।'' পাশাপাশি কলিন এটাও জানালেন, সেন্ট পিটার্সবার্গে মারাদানোর কুকর্ম তাঁদের নজরে পড়েছে। কলিন বললেন, ''ফুটবলার, প্রাক্তন ফুটবলার, স্টাফ, দর্শক প্রত্যেককে নিজের ব্যবহারের ক্ষেত্রে সংযত হতে হবে। না হলে আমাদের অন্য রাস্তা নিতে হবে।''


আরও পড়ুন-  বিশ্বের সেরা ফুটবলারের খোঁজ নিলেন ডোনাল্ড ট্রাম্প


মারাদোনার মধ্যমা প্রদর্শনের ঘটনা খোদ আর্জেন্টিনাতেও প্রবল সমালোচিত হয়েছে। সেদেশের সংবাদমাধ্যম ঘটনাটি বর্ণনা করতে গিয়ে লিখেছে, 'হ্যান্ড অফ গড টু ফিঙ্গার অফ শেম।' বিতর্ক ও মারাদোনা অবশ্য বরাবরই সহাবস্থান করেছে। এ আর নতুন কী!