নিজস্ব প্রতিবেদন: রোলারকোস্টার রাইডে চেপে মাথা ঘুরল মারাদোনার! অবস্থা বেগতিক দেখে কিংবদন্তিকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। মঙ্গলবার রাতের লেনিনগ্রাদে (আজকের সেন্ট পিটার্সবার্গ) মুখোমুখি  মেসি বনাম মুসা। একদিকে সাদা-নীলের মায়াবী ফুটবল। অন্যদিকে নাইজেরিয়দের নাছোড় প্রচেষ্টা। ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের সমীকরণ যাই থাকুক না কেন, এই ম্যাচ ছিল দুই দলের কাছেই কার্যত ‘ডু অর ডাই’। যে জিতবে সেই হবে ‘সিকন্দর’। এমন ম্যাচে রক্তচাপ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন দিয়েগো মারাদোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ‘ঈশ্বরের হাত ছিল’! জয়ের পর আবেগতাড়িত মেসি


বাকি ম্যাচগুলোর মতো মঙ্গলবারও মেসিদের ম্যাচ দেখতে হাজির ছিলেন দিয়েগো। পরনে রাজকীয় নীলের পুল-ওভার। খেলা তখনও শুরু হতে বেশ খনিকটা বাকি। ভিভিআইপি আসন থেকে কোমর দুলিয়ে স্টেডিয়াম মাতাচ্ছেন মারাদোনা। ওদিকে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ক্রোয়াশিয়া। এদিকে শেষ ষোলোর রাস্তা পাকা করতে চোয়াল শক্ত করে মাঠে নেমেছেন মেসি প্লাস টেন।



রেফারির বাঁশি...বল গড়াতে শুরু করেছে সবে, পুল-ওভার খুলে হাল্কা নীল টি-শার্টে ফিরলেন দিয়েগো। টিক টিক, ঘড়ির কাটায় তখন সাড়ে ১৩ মিনিট। রাশিয়া বিশ্বকাপে ১০০তম গোল করলেন লিও মেসি। মাঝ মাঠ থেকে থ্রু বল। বাম পায়ের উরুতে রিসিভ। ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, তারপর ‘দুর্বল’ ডান পা দিয়ে ফিনিশ। কর্নার লাইনে হাঁটু গেড়ে যখন প্রার্থনায় বিলিন মেসি, মারাদোনার তখন চোখ বন্ধ। এই বিশ্বকাপে মেসির প্রথম গোল। চেয়ারের ওপর লাফাচ্ছেন ‘বৃদ্ধ’ ঈশ্বর। পাশ থেকে কোনও প্রকারে কোমর জড়িয়ে রেখেছেন দেহরক্ষীরা। 



এরপর কখনও মধ্যমা তুলে অঙ্গভঙ্গি, তো কখনও মাথা নিচু করে বসে থাকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাইজেরিয়া সমতা ফেরালে কার্যত ভেঙে পড়েন মারাদোনা। তাহলে কী গ্রুপ পর্ব থেকেই ছুটি হয়ে যাবে মেসিদের। না, সেটা হল না। 'জার্মান স্টাইলে' ফিরে এল লা অ্যালবেসিলেস্তে। রোহোর গোলো বিস্ফোরণ গোটা গ্যালারিতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যমণি তখন দিয়েগো।  প্রৌঢ় শরীরে বাড়ছে রক্ত চাপ। শেষমেশ স্নায়ুযুদ্ধে বেগই পেতে হল দিয়েগো আর্মান্দোকে। ম্যাচ শেষে দেহরক্ষীর কাঁধে হাত রেখেই ভিভিআইপি কক্ষ ত্যাগ করেন তিনি। অবস্থা বেগতিক দেখে তত্ক্ষনাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও প্রাথমিক চিকিত্সার পরই চিকিত্সকরা জানান, ভয়ের কোনও কারণ নেই, সুস্থই আছেন মারাদোনা।   


আরও পড়ুন- ফিরল মেসি ম্যাজিক, রোহোর দুরন্ত গোলে নকআউটে আর্জেন্টিনা