নিউ ইয়র্ক: নিশীথ সূর্যের দেশের বিপ্লব থমকে গেল ক্রোয়েশিয় র‍্যাকেটের কাছে। জাপানের কেই নিশিকোরিকে উড়িয়ে সোমবার ইউএস ওপেনের নতুন রাজা হলেন মার্লিন চিলিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ যেন কিছুটা স্বপ্নের প্রত্যাবর্তন। ডোপ নেওয়ার অপরাধে গত বছর ইউএস ওপেন থেকে বহিষ্কৃত হয়েছিলেন চিলিক। আর এই বার বছর শেষের গ্র্যান্ডস্ল্যাম উঠল তাঁর হাতেই।


এই ক্রোয়েশিয়ানের দাপটের কাছে কার্যত টিকতেই পারেননি নিশিকোরি। ফলে প্রথম এশিয়ান পুরুষ হিসাবে গ্র্যান্ডস্লাম জয়ের ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল তাঁর। ১ ঘণ্টা ৫৪ মিনিটের খেলার ফলাফল ৬-৩, ৬-৩, ৬-৩।


২০০১ সালে আরেক ক্রোয়েশিয়ান গোরান ইভানিসেভিচ উইম্বলডনের ট্রফিটা জিতে দেশের হয়ে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের গৌরব অর্জন করেছিলেন। তাঁর শিষ্য চিলিক সেই ঐতিহ্যকেই আর এক পদক্ষেপ এগিয়ে নিয়ে গেলেন।