ওয়েব ডেস্কঃ টম, ডিক, হ্যারিদের সবাই তাচ্ছিল্যের নজরেই দেখে। কেউ বিশেষ পাত্তাও দেয়। কিন্তু এবার দেবে। কারণ ইতিহাস তৈরি করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে ‘ডিক’। কানাডার আঠারো বছরের জিমন্যাস্ট মারিসা ডিক সৃষ্টি করেছে জিমন্যাস্টিকের এক অদ্ভূত ‘মুভ’। স্প্রিংবোর্ডের মাধ্যমে স্প্লিট মাউন্টিং করে তাঁর ব্যালেন্স বিমে ওঠা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।
 
পারফেকশন আনতে দিনে অন্তত ২০ বার করে অভ্যাস করেন মারিসা। তবুও সামনের রিও অলিম্পিকে যদি জায়গা করতে না পারে, ক্রীড়া বিশ্ব তাকে চিরকাল মনে রাখবে।
মারিসার মুভের মতোই সারা ফেলেছে তার এই মুভের নাম। সাধারণত খেলোয়াড়দের পদবি দিয়েই এইসব নাম রাখা হয়। আর সেই অনুযায়ী এই মুভের নাম দাঁড়িয়েছে ‘ডিক মুভ’।