নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ানদের সেই পরিচিত স্লেজিংয়ের ছবি ফিরে এল সিডনিতে দ্বিতীয় দিনে। সৌজন্যে মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। শর্ট লেগে ফিল্ডিং করতে করতে ভারতীয় ওপেনার তরুণ শুভমান গিলের (Shubman Gill) মনসংযোগ ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন লাবুশানে  (Marnus Labuschagne)। ঠান্ডা মাথায় যাবতীয় স্লেজিংয়ের জবাব ব্যাটেই দিলেন তরুণ শুভমান গিল (Shubman Gill)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিডনিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৩৩৮ রান। ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল (Shubman Gill)। তরুণ গিলকে দ্রুত সাজঘরে ফেরাতে শর্ট লেগে ফিল্ডিং করার সময় মার্নাস লাবুশানে  (Marnus Labuschagne) শুরু করলেন স্লেজিং।


 



ভারতীয় ইনিংসের তৃতীয় ওভার চলছে সবে। ৪ রানে ব্যাটিং করছেন শুভমান গিল (Shubman Gill)। শর্ট লেগে ফিল্ডিং করতে করতে মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) গিলকে প্রশ্ন করেন, "তোমার প্রিয় ক্রিকেটার কে? সচিন? চেন বিরাটকে? " লাবুশানের সব কথাই স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে।


আরও পড়ুন - উপার্জন ১৫০ কোটির উপরে! বিরাট-রোহিতকে টপকে IPL-এ নতুন মাইলস্টোনের সামনে MS Dhoni


এতে অবশ্য বিচলিত হননি গিল (Shubman Gill)। ১০১ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি করেন তিনি। শুধু গিল নন, রোহিত শর্মাকেও কোয়ারেন্টিন নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)।
 
আরও পড়ুন - Ind vs Aus: স্মিথের রান আউটটাই 'সেরা', বার বার রিপ্লে দেখতে চান Jadeja