নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সাত উইকেটে কিউইদের ধরাশায়ী করল ভারত।  ১৫ বল বাকি থাকতেই ১৩২ রানের টার্গেট পার করে দিল কোহলি ব্রিগেড।  দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেও তার কিছুটা বাকি ছিল ম্যাচের শেষেও।  সবাইকে চমকে দিলেন মার্টিন গাপ্তিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দেশে এই প্রথম, প্রজাতন্ত্র দিবসে কেরলের সব মসজিদে উড়ল তেরঙ্গা


খেলা শেষ হয় শিবম দুবের ছক্কা দিয়ে। তারপরেই মাঠে নেমে হাত মিলিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দু’দলের প্লেয়াররা। সে সময়ে ‘চাহল টিভি’-র মাইক নিয়ে হাজির হন যুজবেন্দ্র চাহল। কিন্তু ধাক্কা খেলেন কিউই ওপেনার মার্টিন গাপ্তিলের কাছে গিয়ে।  সেসময় গাপ্তিল কথা বলছিলেন রোহিত শর্মার সঙ্গে।



গাপ্তিলের সঙ্গে কথা বলতে এগিয়ে যেতেই চমক।  গাপ্তিলের কাছে মাইক নিয়ে গিয়ে বলেন, হোয়াটাস আপ বয়েস। গাপ্তিল বলে উঠলেন, হাই G**du।  গাপ্তিলের হিন্দি শুনে চমকে যান চাহল-রোহিত। হাসতে হাসতে ছিটকে গেলেন দুদিকে। এনিয়ে শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়।