নিজস্ব প্রতিবেদন: কয়েক লহমায় কোটি কোটি দেশবাসীর হৃদয়ভঙ্গ! টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ছিটকে গেলেন মেরি কম (Mary Kom)। বৃহস্পতিবার শেষ ষোলোর বাউটে নেমেছিলেম মেরি। মহিলাদের ফ্লাইওয়েটে (৪৮-৫১ কেজি) বিভাগে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া এদিন স্প্লিট সিদ্ধান্তে ৩-২ ব্যবধানে হারিয়ে দিলেন কিংবদন্তি মেরিকে। ম্যাচের স্কোর ৩০-২৭, ২৯-২৮, ২৭-৩০, ২৯-২৮, ২৮-২৯। দু'টি রাউন্ডে দাপট নিয়ে খেলেলও রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ীর কাছে শেষ পর্যন্ত হারতে হলো  ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tokyo Olympics 2020: বক্সিংয়ের শেষ আটে ভারতের Satish Kumar, পদক থেকে এক ধাপ দূরে



মণিপুরের কাঙ্গাথেই গ্রামের মেয়ে বক্সিংয়ের সার্কিটে কিংবদন্তি। ৩৮ বছরের মেরির এটাই শেষ অলিম্পিক্স। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি চেয়েছিলেন ফের একবার ম্যাজিক করতে। কিন্তু সাত বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেই বিদায় নিতে হল 'ম্যাগনিফিসেন্ট মেরি'কে। মেরি কম টোকিও থেকে বিদায় নিলেও লড়াইয়ে আছেন দেশের আর দুই মহিলা বক্সার। কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের লভলিনা ও পূজা রানি। তাঁরা শেষ আটের বাউট জিতলে পদক নিয়েই টোকিও থেকে দেশে ফিরবেন। অন্যদিকে এদিন সকালে ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগে প্রথম আটে উঠেছেন সতীশ কুমার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)