নিজস্ব প্রতিবেদন: ইতিহাস সৃষ্টি করার দিকে আরও একধাপ এগোলেন ভারতের আইরন লেডি মেরি কম। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ সোনা জয়ের আরও কাছে পৌঁছলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- খারাপ ফিল্ডিংয়ের জন্যই হেরেছে ভারত: শিখর ধাওয়ান



বৃহস্পতিবার দিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে রূপো নিশ্চিত করলেন ম্যাগনিফিসেন্ট মেরি। ৪৮ কেজি বিভাগে কোরিয়ার মি কিম হিয়াঙকে হারিয়ে দিলেন তিনি। গতবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মি কিমকে হারিয়ে সোনা জিতেছিলেন ভারতের এই মহিলা বক্সার। ফাইনালে উইক্রেনের হানা ওখোতার মুখোমুখি হবে মেরি।


আরও পড়ুন- পচা সুপারি পাচার করেন ভারতে, জয়সূর্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ


ফাইনালে জিতে সোনা জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এবছর সোনা জিতলে বিশ্বচ্যাম্পিয়নশিপে ৬টি সোনা সহ মোট ৭টি পদক জেতা হয়ে যাবে মেরির।