নিজস্ব প্রতিবেদন: গোল্ড কোস্টে যেন সোনার খনির হদিশ পেয়েছে ভারত। প্রতিদিনই প্রায় সোনার পদক নিজেদের দখলে করছে তেরঙ্গার দেশ। শুক্রবার রাইফেল শুটিংয়ে তেজস্বিনী সাওয়ান্ত, অঞ্জুম মৌদগিল সহ ১৫ বছরের অনীশ ভানওয়াল দাপট দেখিয়েছে। শনিবারের সকালে নিজের উজ্জ্বল উপস্থিতি নথিভুক্ত করলেন ভারতের এক নম্বর মহিলা বক্সার মেরি কমও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ইতিহাস: গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা ১৫ বছরের অনীশের


কমনওয়েলথ গেমসে ৪৮ কেজির বিভাগে সোনা জিতলেন 'মণিপুরের মেয়ে'। আর ইমফলের বক্সার মেরি কমের সোনার পদক জয়ের সঙ্গেই ভারতের ঝুলিতে যোগ হল মোট ১৮টি স্বর্ণপদক। ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও'হারাকে নকআউট (৫-০) করেই প্রথম স্থান অধিকার করেছেন তিনি। আর এই অনবদ্য জয় দিয়েই মেরি কম আরও একবার প্রমাণ করলেন ৩৫ বছরের বয়সেও তিনি ১০০ শতাংশ ফিট। 


আরও পড়ুন- আইপিএল-এ যৌন পণ্য হয়েই মাঠে নামতে হয়, বিস্ফোরক স্বীকারোক্তি চিয়ারলিডারের