জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি (Wrestling Federation of India, WFI) ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে ওঠা, যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ব্রিজভূষণের পর গত শনিবার বরখাস্ত করা হয়েছিল জাতীয় কুস্তি সংস্থার সহকারি সচিব বিনোদ তোমারকেও (Vinod Tomar)। পাশাপাশি কেন্দ্র জানিয়ে দিয়েছিল যে, উত্তরপ্রদেশের গোন্ডায় চলতি কুস্তির ব়্যাঙ্কিং ভিত্তিক টুর্নামেন্ট বাতিল করতে হবে। পাশাপাশি ইভেন্টের জন্য অংশগ্রহণকারীরা যে প্রবেশমূল্য দিয়েছেন, তা অবিলম্বরে ফেরত দিতে হবে জাতীয় কুস্তি সংস্থাকে। এবার আরও বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়ে দিলেন যে, যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে বিশেষ পরিদর্শক কমিটি (ওভারসাইট কমিটি)। যাঁর মাথায় কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম (Mary Kom)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের কর্মসমিতিকে ফের নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলেই ক্রীড়ামন্ত্রক গঠন করেছে এই কমিটি। মেরি কমরাই আপাতত কুস্তি সংস্থার দৈনন্দিন কাজকর্ম চালাবেন। মেরি কমের টিমে রয়েছেন অলিম্পিয়ান কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ভারতীয় অলিম্পিক সংস্থার কর্মসমিতির প্রতিনিধি ও ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত তৃপ্তি মুরগুন্ডে, মিশন অলিম্পিক সেলের সদস্য রাধিকা শ্রীমান, সাইয়ের প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর রাজেশ রাজাগোপালন। এই কমিটি চার সপ্তাহ ধরে তদন্ত করে দেখবে কুস্তি সংস্থার বিরুদ্ধে আনা যাবতীয় দুর্নীতি, আর্থিক অস্বচ্ছ্বতা, যৌন নির্যাতন, প্রশাসনিক ত্রুটির অভিযোগ ।কুস্তি সংস্থায় স্বচ্ছ্বতা আনতে ও পুরুষ ও মহিলা কুস্তিগিরদের সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। 


আরও পড়ুন: Wrestlers Protest Updates: ব্রিজভূষণের পর এবার কেন্দ্রের নির্দেশে বরখাস্ত জাতীয় কুস্তি সংস্থার সহকারী সচিব



অন্যদিকে যৌন হেনস্থার অভিযোগ তদন্ত করে দেখছে দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ওরফে আইওএ। সেখানেও রয়েছেন আইওএ সদস্য মেরি কম। আছেন দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত ও সহদেব যাদব এই কমিটিতে রয়েছেন। রয়েছেন দুই উকিলও। আইওএ জানিয়েছে যে, তারা তদন্তের খাতিরে অভিযোগকারীদের ডেকে পাঠাবে। জাতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি ও এই কমিটির অন্যতম সদস্য সহদেব যাদব জানিয়েছেন, 'আমরা বসে সকলের কথা শুনে নিরপেক্ষ তদন্ত করার চেষ্টা করব। আশা করি সুবিচার হবে।'এখন দেখার কত তাড়াতাড়ি বিষয়টির নিস্পত্তি হয়।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)