নিজস্ব প্রতিবেদন:  জোহানেসবার্গের টেস্ট জয় একদিনের সিরিজ শুরুর আগে বাড়তি অক্সিজেন দিচ্ছে বিরাট কোহলিদের। তাই ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামার আগে অনেকটাই তরতাজা রোহিত শর্মারা। তবে ভারতীয় দলকে ভাবাচ্ছে অতীতের পরিসংখ্যান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৬০ টাকার ছুতোর মিস্ত্রি থেকে লাখপতি ক্রিকেটার, এটাই আইপিএল



এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি সিরিজও জেতেনি ভারত।দক্ষিণ আফ্রিকার মাটিতে আঠাশটি ম্যাচে দুদল  মুখোমুখি হয়েছে। একুশটিতে জিতেছে প্রোটিয়াসরা। আর পাঁচটিতে জিতেছে ভারত। তার উপর ডারবানের রেকর্ড তো আরও খারাপ। এখনও একটি ম্যাচেও জেতেনি ভারত। তাই বিরাট কোহলিদের কাছে বৃহস্পতিবারের ম্যাচটি এক নয়া চ্যালেঞ্জ। তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত প্রায় পাকা। ভুবনেশ্বর কুমার, সামি ও বুমরা খেলবেন। সঙ্গে স্পিনার হিসেবে থাকতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব। 


আরও পড়ুন- গোটা দলের 'সুইসাইড', আমিরশাহির ম্যাচে গড়াপেটার গন্ধ পাচ্ছে আইসিসি