লকডাউনে ঘরবন্দি! ঘুরে-বেড়ানোর পথ দেখালেন ভারতীয় ওপেনার
লকডাউন চলছে তো কি হয়েছে! এর মধ্যেই দেশের গণ্ডি ছাড়িয়ে আপনি বিদেশেও পাড়ি দিতে পারেন। বাড়ি থেকে না বেরিয়ে খুব সহজেই ঘুরে আসার টিপস দিলেন
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। ৫০ দিন হয়ে গেল ঘরবন্দি জীবন কাটছে। তবে একটানা ঘরে বসে থাকায় অনেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন। কিন্তু এমন যাতে না হয় তার জন্যই টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দিলেন ঘুরে বেড়ানোর থ্রি-স্টেপ গাইড।
লকডাউন চলছে তো কি হয়েছে! এর মধ্যেই দেশের গণ্ডি ছাড়িয়ে আপনি বিদেশেও পাড়ি দিতে পারেন। বাড়ি থেকে না বেরিয়ে খুব সহজেই ঘুরে আসার টিপস দিলেন মায়াঙ্ক। এর জন্য আপনাকে কি করতে হবে জেনে নিন ....
মায়াঙ্ক আগরওয়াল তাঁর থ্রি-স্টেপস গাইডে বলেছেন:
লকডাউনের সময় কেমনভাবে ঘুরতে যাবেন
স্টেপ ১: একটা আর্মচেয়ার নিন
স্টেপ ২: দিগন্তের দিকে তাকিয়ে থাকুন
স্টেপ ৩: নিজের কল্পনার জগতে দৌড়ে বেড়ান এবার
এর আগে লকডাউনের একেবারে শুরুতে বাটার গার্লিক মাশরুম উইথ বেল পেপার তৈরি করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। বিসিসিআই টিভিতে সেই শেষ মায়াঙ্কের ভিডিয়ো পোস্ট হয়েছিল।
আরও পড়ুন - অর্জুন পুরস্কারের জন্য বুমরাহর নাম পাঠাতে চলেছে বিসিসিআই! দৌড়ে ধাওয়ানও