ওয়েব ডেস্ক: ১০১টি ম্যাচ। উইকেট মাত্র ১টি। জীবনের বেস্ট বোলিং পাকিস্তানের বিরুদ্ধে। ১রান দিয়ে ১ উইকেট। আর কোনও ম্যাচেই উইকেট পাননি। কারণ কখনও আর বোলিং করতেই হয়নি। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে শেষবারের জন্য ব্যাট হাতে যেমন নেমেছিলেন, তেমনি বল হাতেও শেষবার। বোলিংয়ের অ্যাভারেজ স্পিড একশো কিলোমিটার প্রতি ঘণ্টার একটু বেশি। এমন খেলোয়াড় একটানা ১০০ ম্যাচ খলেছেন ডেবিউ থেকে। বোলিংয়ে কোনও ম্যাজিক নেই অথচ তিনিই দলের ভরসা, তিনি 'ফ্যান্টাসটিক ক্যাপ্টেন'। কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। নামটাই বোধহয় যথেষ্ট তাঁর ১০১ ম্যাচ খেলার পিছনে। ৫৪ বলে ১০০। বিশ্বের ক্রিকেট ইতিহাসে ম্যাককালামের আগে এমনটা কেউ করেননি। তাঁর ব্যাটিং ঝড় তো সবাই দেখেছেন, বোলিংটাও একবার দেখে নিন-