ওয়েব ডেস্ক: পিচে পিকনিক নয়, এখন ক্রিকেট মানে বেসবল। চার ছক্কা হৈ হৈ না হলে ক্রিকেট দেখে নাকি মজাই নেই। জেন্টেলম্যান'স স্পোর্ট এখন অনেক বেশি ব্রুটাল। প্রথম বলে ছয়, শেষ বলেও ছয়। আক্রমণই শ্রেষ্ঠ প্রতিরক্ষা, এই মন্ত্রেই ক্রিকেট এখন উচ্চাঙ্গ সঙ্গীত গাইছে। আর যারা এই চার ছক্কায় হৈ চৈ ফেলেছেন তাঁদের মধ্য অন্যতম একজন কিউই ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককলাম। এযুগের 'কিলার'দের মধ্যে তিনি হিরো। কিন্তু তাঁর হিরো কে?


কোনও কিছু না ভেবেই চোখের পলক পড়ার আগে, নিঃশ্বাস ফেলার আগে ম্যাককালাম যে নামটি নিলেন তাঁর নামের আগে সম্মান হিসেবে বসে 'স্যার'। ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস ম্যাককালামের হিরো তো বটেই, ম্যাককালামের কাছে 'সর্ব কালের সেরা'ও তিনি। ম্যাককালাম বলছেন, ভিভ, "ক্রিকেটের নেতা"। টেস্টে স্যার ভিভের গড় ছিল ৫০.২৩। আর একদিনের ম্যাচে গড় ছিল ৪৭।