নিজস্ব প্রতিবেদন : দেখে মনে হবে, ১৭ বছর বয়সী লাসিথ মালিঙ্গা বোলিং করছেন। সেই স্লিং বোলিং অ্যাকশন। ভয়ঙ্কর ইয়র্কার দিচ্ছেন বলে বলে। কেউ কেউ তো বলছেন, মালিঙ্গা পার্ট টু। মাথিসা পাথিরানা নামের ১৭ বছর বয়সী এক লঙ্কান পেসারের বোলিং অ্যাকশন অবিকল লাসিথ মালিঙ্গার মতো। কলেজ ক্রিকেট সেই কিশোরের ভয়ঙ্কর এক স্পেল এখন নেট দুনিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর ইয়র্কারে তিনি ব্যাটসম্যানকে বোল্ড করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বলিউডে পা! ধোনিকে এবার দেখা যেতে পারে সঞ্জয় দত্তের সিনেমায়


স্লিং অ্যাকশনের জন্য মালিঙ্গা এমনিতেই জনপ্রিয়। তার উপর বলে বলে ইয়র্কার দিতে পারেন। রকেট গতির সেই ইয়র্কার খেলতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হন ব্যাটসম্যান। ১৭ বছর বয়সী মাথিসাও অবিকল মালিঙ্গার মতো বোলিং করেন। তারও আসল অস্ত্র ইয়র্কার। কেরিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন মালিঙ্গা। টেস্ট ছেড়েছেন অনেক আগেই। ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন চলতি বছর। টি-২০ ক্রিকেটে অবশ্য তাঁকে দেখা যাচ্ছে এখনও। তবে তাও বেশিদিন খেলবেন কিনা সন্দেহ রয়েছে। মালিঙ্গার যোগ্য বিকল্পের খোঁজে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট। মাথিসা কি মালিঙ্গার অভাব পূরণ করতে পারবেন!


আরও পড়ুন-  'টুক টুক মিসবা' শুনেই রেগে আগুন পাকিস্তানের নতুন কোচ



ট্রিনিটি কলেজের হয়ে অভিষেক ম্যাচেই বাজি মেরেছে মাথিসা। মাত্র ৭ রানে ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন। দুটি উইকেট আবার পেয়েছেন ইয়র্কারে। এই ম্যাচের আগেই অবশ্য শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন মাথিসা।