নিজস্ব প্রতিবেদন: ‘দয়া করে বাড়িতে এমন চর্চা করবেন না’। পেশাদারি কুস্তির শো   ‘ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট’-এর এমন পরিচিত 'বিধিবদ্ধ সতর্কীকরণ' কি এবার ফুটবলের জন্যও কার্যকর করার সময় এসে গেল? প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ, পেশাদারের ট্যাক্টিস দেখাত গিয়েই বেঘোরে প্রাণ গেল আনকোরা এক ফুটবলারের। জানা যাচ্ছে, 'ভগবানে'র প্রতি অন্ধ অনুরাগেই প্রাণ গেল ভক্তের!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রোনাল্ডোকে ‘ঘরে’ ফিরিয়ে ‘চার হাত এক করতে’ চায় ম্যান ইউ


২০ বছরের যুবক সাগর দাসের ফুটবল জ্ঞান হওয়ার দিন থেকেই তিনি ছিলেন লিওনেল মেসির অন্ধ ভক্ত। রাশিয়া বিশ্বকাপ থেকে আইকনের 'ছুটি' হয়ে গেলেও তাঁর মনে সেই রেশ চলছিলই। আর এর নির্মম পরিণতিতে- মাঠে 'মেসি হতে গিয়েই' হল মৃত্যু!


আরও পড়ুন- মাঠে গড়াগড়ি খেয়ে ১৪ মিনিট 'নষ্ট' করেছেন ‘নাটুকে’ নেইমার!


পেশাদার মেসি যেমনটা করেন, ফুটবল মাঠে সেই 'ক্যারিশ্মা'ই দেখাতে গেলেন আনকোরা সুব্রত। সজোরে বল এসে লাগল বুকে। তারপর চারিদিক অন্ধকার। বেলঘরিয়ার দেশপ্রিয়নগরের ব্যামাগার মাঠেই লুটিয়ে পড়েন ২০ বছরের যুবক। এরপর সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে বুধবার মৃত্যু হয় তাঁর। 


আরও পড়ুন- বিরাটকে বোলিং ততটাও কঠিন নয়!


উল্লেখ্য, ক্রোশিয়া ম্যাচে আর্জেন্টিনার হারের পর আত্মহত্যা করেছে কেরালার ৩০ বছরের এক যুবকও। দিনু অ্যালেক্স নামের ওই মেসি ভক্ত সুইসাইড নোটে লিখেছে, আর্জেন্টিনা হারের কারণেই আত্মহত্যা করছেন তিনি।