ব্রিটেনে ঢোকার অনুমতি নেই মেসি-নেইমারের!
ব্যুরো: বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও, মেগা ম্যাচে নাও খেলতে পারেন মেসি আর নেইমার। কেননা বার্সার দুই মহাতারকা গ্রেট ব্রিটেনে ঢোকার অনুমতি নাও পেতে পারেন। এমন আশঙ্কা করছেন খোদ উয়েফা সভাপতি। জুনে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা। স্পেনে কর ফাঁকি মামলা চলছে মেসি আর নেইমারের বিরুদ্ধে। তাই উয়েফা প্রধানের আশঙ্কা এই দুই তারকাকে কার্ডিফে খেলার অনুমতি নাও দিতে পারে সেদেশের কর্তৃপক্ষ। কেননা এই বছরই আর্সেনালের বিরুদ্ধে খেলার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি প্যারিস সেইন্ট জার্মেইনের সার্জে অ্যারিয়ারকে।