নিজস্ব প্রতিবেদন: সুযোগ পেয়েও জালে জড়াতে পারেননি বল। পেনাল্টিতেও করেছেন কেলেঙ্কারি। শনিবার রাতে এক বুক আসা নিয়ে খেলা দেখতে বসলেও মন খারাপ নিয়েই ঘুমাতে যেতে হয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি মেসিভক্তকে। বিশ্বকাপের মতো মঞ্চে এহেন পারফর্ম্যান্সে মন খারাপ মেসিরও। বললেন, শনিবার দলকে জেতাতে না পারার দায় আমারই। তবে হতাশ হতে নারাজ কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের প্রাণভোমরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারের ম্যাচ নিয়ে মেসি বলেন, 'পেনাল্টতে গোল করতে না পারায় খারাপ লাগছে। দলকে জেতাতে না পারার জন্য আমিই দায়ী।' মেসির মতে, 'আমরা আইসল্যান্ডের রক্ষণের ফাঁক খুঁজছিলাম। সেটা খুঁজে বার করতে অসফল হয়েছি। তবে পারফর্ম্যান্সের নিরিখে আমরা জিততেই পারতাম।' 


মাতিয়াসের 'গেম' খেলে ভুল শোধরাচ্ছেন মেসি


এদিন ফল আশানুরূপ না হলেও হাল ছাড়তে নারাজ মেসি। তাঁর কথায়, 'পরের ম্যাচের আগে হাতে কয়েকটা দিন আছে। আমরা আরও নিজেদের গুছিয়ে নিতে পারব। আমরা আশা ছাড়ছি না। বিশ্বকাপে লড়াই হয় সমানে সমানে। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।'